দুনিয়া কাঁপানো স্পাইডারম্যান, এক্স ম্যান, হাল্ক, আয়রনম্যান, ডক্টর স্ট্রেঞ্জের মতো সব চরিত্রের স্রষ্টা ছিলেন স্ট্যান লি। মার্কিন এই কমিক্স বই লেখক ছিলেন মার্ভেল কমিক্সের সাবেক প্রেসিডেন্ট।
সোমবার সকালে লস এ্যাঞ্জেলসে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই সুপারহিরো। হলিউড রিপোর্টারকে লি'র মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে।
দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও চোখের সমস্যাসহ বেশ কয়েকটি অসুখের সঙ্গে লড়াই করছিলেন লি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
১৯৩৯ সালে অফিস সহকারী হিসেবে কমিক্স জগতে কাজ শুরু করেন স্ট্যানলি মার্টিন লিভার, যিনি স্ট্যান লি নামে পরিচিত।

Portrait of Stan Lee, Marvel Comics icon. Source: Robert Hanashiro-USA TODAY/Sipa USA
তার মৃত্যুতে শোকস্তব্ধ হলিউডের পাশাপাশি বিনোদন দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন সবাই।
নিউ ইয়র্ক শহরের এক নিম্নবিত্ত পরিবারে ১৯২২ সালে জন্ম হয় স্ট্যান লি'র। বাবা জ্যাক লিয়েবার ছিলেন দর্জি। বাবার পেশায় না গিয়ে, নিজেকে এগিয়ে নেন সামনের দিকে। নাম লেখান পৃথিবীর সফল ব্যক্তিদের তালিকায়।