সুইডেনকে ২-০ গোলে হারিয়ে ২৮ বছর পর সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। এর মাধ্যমে বিশ্বকাপের মূলপর্ব ও বাছাইপর্ব মিলিয়ে প্রথমবারের মতো সুইডেনকে হারাল দলটি। এর আগে শেষবারের মতো ১৯৯০ সালে সেমিফাইনালে খেলেছিল ইংলিশরা। ইংলিশদের এই জয় এনে দিয়েছেন দুই তরুণ হ্যারি ম্যাগুয়ার ও ডেলে আলি। দুজনেই গোল করেছেন দুর্দান্ত হেডে। ৩০ মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। অ্যাশলি ইয়ংয়ের কর্নার থেকে হেডে গোলটি করেন ডিফেন্ডার ম্যাগুয়ার। ৫৮ মিনিটে লিনগার্ডের ক্রস থেকে হেডে দারুণ গোল করে দলকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান টটেনহামের মিডফিল্ডার, ২২ বছর বয়সী আলি।