Catch-up on all the action leading up to the final with highlights, mini matches and full replays now on the SBS On Demand match hub.
Match 63
Croatia v Morocco
কাতারের আল রাইয়ানে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ এর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মরক্কোকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া।
খেলার শুরুতে সপ্তম মিনিটে ফ্রি কিক পায় ক্রোয়েশিয়া। মদ্রিচের ফ্রি কিকে ইভান পেরিসিচ হেড করেন, সেটি পুনরায় হেড করে বল জালে পাঠান ইওস্কো ভারদিওল।
কিন্তু, এই আনন্দ বেশি ক্ষণ স্থায়ী হয় নি। এর মাত্র দুই মিনিট পরেই, মরক্কোর ফ্রি কিক হেডে ক্লিয়ার করার চেষ্টা করেন ক্রোয়েশিয়ার এক খেলোয়াড়। কিন্তু, বল আসে গোলমুখে। আর তখন হেড করে ক্রোয়েশিয়ার জালে পাঠিয়ে দেন মরক্কোর রাইটব্যাক আশরাফ দারি।
অতি দ্রুত দু’টি গোলের মাধ্যমে প্রথমার্ধ্বে খেলা বেশ জমে উঠে। মরক্কো আক্রমণ চালাচ্ছিল। কিন্তু, পাল্টা আক্রমণে ৪২ মিনিটের মাথায় আবারও গোল পায় ক্রোয়েশিয়া। মার্কো লিভাইয়ার কাছ থেকে ডি-বক্সের বাম দিকে বল পান স্ট্রাইকার মিসলাভ ওরসিচ। তার বাঁকানো শটে বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়িয়ে যায়।
বিরতির পর, মরক্কো ক্রমাগত প্রচেষ্টা চালিয়েও আর সমতায় ফিরতে পারে নি।