গুরুত্বপূর্ণ দিকগুলো
- ভিক্টোরিয়ার ভারপ্রাপ্ত প্রিমিয়ার জেমস মার্লিনো মেলবোর্নে আরো এক সপ্তাহের লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
- পাঁচটি কারণে বাসিন্দারা বাড়ির বাইরে যেতে পারবে: জরুরী পণ্য কেনা, অনুমোদিত কাজ, কাউকে সেবা দেয়া, শরীর চর্চ্চা এবং ভ্যাকসিন দেয়া।
- স্কুল শিক্ষার্থীদের মধ্যে শুধু ইয়ার ১১ ও ১২-এর শিক্ষার্থীরা স্কুলে ক্লাস করবে।
স্বাস্থ্য কর্মকর্তারা করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মধ্যে আছেন, তারা মনে করছেন এটি এতটাই দ্রুত ও আরো সংক্রমণশীল যা আগে তারা দেখেননি।
ভিক্টোরিয়ার ভারপ্রাপ্ত প্রিমিয়ার জেমস মার্লিনো আজ বুধবার মেলবোর্নে আরো এক সপ্তাহের লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে তিনি রিজিওনাল এলাকায় রেস্ট্রিকশন শিথিল করার কথাও বলেছেন।
৫১ হাজারেরও বেশি টেস্ট থেকে আজ বুধবার ৬ টি নতুন কেইস সনাক্ত করা হয়েছে, এদের মধ্যে একটি পজেটিভ কেইস আছে যিনি নিউ সাউথ ওয়েলসে গেছেন। বর্তমানে স্থানীয় উৎস থেকে পাওয়া সংক্রমণ ৬০-এ পৌছুলো।
মিঃ মার্লিনো বলেন, "আমরা যদি এটি চলতে দেই, তবে এটির বিস্ফোরণ ঘটবে, আমাদের অবশ্যই এটিকে নির্মূল করতে হবে, যদি না পারি তবে মানুষ মারা যাবে।"
মেলবোর্ন মেট্রোপলিটন এলাকার বাসিন্দারা আগামী ১০ জুন রাত ১১.৫৯ পর্যন্ত লকডাউনের অধীনে থাকবে। পাঁচটি কারণে তারা বাড়ির বাইরে যেতে পারবে: জরুরী পণ্য কেনা, অনুমোদিত কাজ, কাউকে সেবা দেয়া, শরীর চর্চ্চা এবং ভ্যাকসিন দেয়া।
তবে মেলবোর্নে ৩ জুন মধ্যরাত হতে অনুমোদিত কাজের জন্য ১০ কিলোমিটারের মধ্যে যেতে পারবে, যা আগে ছিল ৫ কিঃ মিঃ।
এদিকে স্কুল শিক্ষার্থীদের মধ্যে শুধু ইয়ার ১১ ও ১২-এর শিক্ষার্থীরা স্কুলে ক্লাস করবে।
একই সাথে রিজিওনাল ভিক্টোরিয়ায় ঘরে থাকার নির্দেশ তুলে দেয়া হবে, তবে ঘরের বাইরে সমাবেশ সর্বোচ্চ ১০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

রিজিওনাল এলাকায় বিধি শিথিল করা হয়েছে
রিজিওনাল এলাকার মানুষ মেলবোর্নে আসতে পারবে শুধু পাঁচটি কারণে, এবং তাদের কঠোর বিধি মানতে হবে।
রিজিওনাল এলাকার খাদ্যদ্রব্য, বিনোদন, খুচরা দোকান, এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের জায়গাগুলো খোলা থাকবে। তবে বিজনেসগুলোর নিশ্চিত করতে হবে যে তাদের গ্রাহকরা মেলবোর্নের নয়।
মিঃ মার্লিনো বলেন, "আমরা আগেও দেখেছি মেলবোর্নের লোকেরা বাইরে গিয়ে বিধি ভঙ্গ করেছে এবং ভাইরাসের সংক্রমণ ঘটিয়েছে, আমরা এটি আবার দেখতে চাইনা, বিশেষ করে এই যে নতুন করে প্রাদুর্ভাবের যে ভ্যারিয়েন্ট তা আমাদের জন্য উদ্বেগের।"
লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আকস্মিক সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়াই বড় কারণ, দেখা গেছে যে প্রতি দশজনের মধ্যে একজন সংক্রমিত হয়েছে অপরিচিতদের দ্বারা।
অনেকে এমন সব আউটডোর সাইট থেকে সংক্রমিত হয়েছেন যা ছিল অপ্রত্যাশিত।
এ প্রসঙ্গে চিফ মেডিক্যাল অফিসার ব্রেট সুটোন বলেন, এমনটা ২০২০ সালে দেখা যায়নি।
তিনি বলেন, "আমরা এটি এভাবে চলতে দিতে পারি না, অনেক বেশি লোক আছে এমন জায়গায় এটির সংক্রমণ হোক তা আমরা চাই না।"
এখনো পর্যন্ত ৩৫০টি এক্সপোজার সাইট বা সংক্রমণের সম্ভাব্য স্থান হিসেবে তালিকা করা হয়েছে এবং ৫১,০০০ ব্যক্তির টেস্ট করা হয়েছে, যার মধ্যে ৭৮ ভাগের ফলাফল নেগেটিভ এসেছে।
বুধবার রেকর্ড করা কেইসগুলোর একজনের বাড়ি এঙ্গেলসি এলাকায় এবং তার পরিবারের লোকেরা কিভাবে ভাইরাসের সংক্রমণের শিকার হলো তা বোঝা যাচ্ছে না, সেখানে অনেকগুলো জায়গা এক্সপোজার সাইট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
এ সপ্তাহের শুরুতে যে বৃদ্ধাশ্রমের দুজন কর্মী এবং রেসিডেন্ট ভাইরাসে সংক্রমিত হয়েছেন, সেখান থেকে আর কোন সংক্রমণ সনাক্ত হয়নি।
কোভিড ১৯ টেস্টিং কমান্ডার জেরোয়েন ওএইমার এর আগে বলেছিলেন, চার-পাঁচটি ক্ষেত্রে দেখা গেছে সনাক্তরা একেবারেই অপরিচিতদের থেকে সংক্রমিত হয়েছে।
"তারা কেউ কারো নাম জানেনা, যা আগের চেয়ে ভিন্ন পরিস্থিতি।"
ভাইরাসের যে ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ তা প্রথমে চিহ্নিত হয়েছে ভারতে, যে কারণে সংক্রমিত ব্যক্তির দর্শন করা গত দুসপ্তাহে মেলবোর্নের ১৪টি শপিং হাবে যাওয়া ব্যক্তিদের স্বাস্থ্য কর্মকর্তারা টেস্ট করতে বলেন।

ভিক্টোরিয়ার এজড ও ডিস্যাবিলিটি কেয়ার কর্মীদের জন্য টিকা পেতে অগ্রাধিকার
ভিক্টোরিয়ার এজড ও ডিস্যাবিলিটি কেয়ার কর্মীদের রাজ্যের ১০টি ভ্যাকসিনেশন সেন্টারে বুধবার থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা নেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হচ্ছে, এটি পাঁচদিনের দ্রুত টিকা কর্মসূচির অংশ। তবে কর্মীদের এজন্য এজড ও ডিস্যাবিলিটি কেয়ার কাজের প্রমান দেখাতে হবে।
মেইডস্টোনের আরকেয়ার বৃদ্ধাশ্রমে তিনজন সনাক্তের পর এই কর্মসূচী নেয়া হয়েছে।
এদিকে সিনেটের এক হিসেবে দেখা যাচ্ছে সারা অস্ট্রেলিয়ার নার্সিং হোমগুলোতে দশ শতাংশেরও কম কর্মী টিকা পেয়েছে, এটি ফেডারেল সরকারের তত্ত্বাবধানে সম্পন্ন হওয়ার কথা।
অস্ট্রেলিয়ায় সকলকে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যে রেস্ট্রিকশনের নিয়মগুলো দেখুন। আপনি যদি ঠান্ডা, বা ফ্লু সিম্পটম অনুভব করেন তবে, গৃহে অবস্থান করুন এবং টেস্টের জন্য আপনার ডাক্তার অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন ১৮০০ ০২০ ০৮০ এই নাম্বারে কল করুন।
আপনার ভাষায় আরো হালনাগাদ তথ্য জানতে sbs.com.au/coronavirus ভিজিট করুন।
আরও দেখুনঃ
