বিস্তারিত দেখুন নিচের লিঙ্কে:
ডেনমার্কের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে টাইব্রেকার জিতে ক্রোয়েশিয়া উঠে গেল শেষ আটে
বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় পর্বে রাশিয়া-স্পেন ম্যাচের মতো ক্রোয়েশিয়া-ডেনমার্ক ম্যাচটির ফলাফলও টাইব্রেকারে নির্ধারিত হলো। এতে ৩-২ গোলে ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল ক্রোয়েশিয়া। ম্যাচের ৫৮ সেকেন্ডের মধ্যে প্রথম গোল করে এগিয়ে যায় ডেনমার্ক। তবে তার থেকেও বড় চমক ক্রোয়েশিয়ার সমতায় ফেরা। মাত্র এক মিনিট ২০ সেকেন্ডের মধ্যে মানজুকিচের দুর্দান্ত শট থেকে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ে খেলা ১-১ ব্যবধানে শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোলের দেখা পায়নি কোনও দল।

Kasper Schmeichel in action against Croatia Source: Getty Images
Share
Published
Presented by Sikder Taher Ahmad
Source: Omnisport
Share this with family and friends