নিউ সাউথ ওয়েলসে পার্কিং ইন্সপেক্টরদেরকে এখন অতিরিক্ত ক্ষমতা প্রদান করা হয়েছে। অবৈধভাবে পার্কিয়ের জন্য এখন থেকে তারা আর্থিক জরিমানা করার পাশাপাশি সর্বোচ্চ দুই ডিমেরিট পয়েন্ট কাটতে পারবেন।
নিউজ ডটকমের এর একটি প্রতিবেদনে বলা হয়েছে:
যে-কোনো ধরনের ক্রসিং ব্লক করে পার্ক করলে কিংবা পথচারি ও সাইকেল-চালকদের পথ রোধ করে পার্ক করলে ৩৩৭ ডলার জরিমানার পাশাপাশি দুই ডিমেরিট পয়েন্ট কাটা হতে পারে।
এছাড়া, ট্রাফিক লাইটবিহীন ইন্টারসেকশনের ১০ মিটারের মধ্যে পার্কিং করলে এবং ট্রাফিক লাইটসহ ইন্টারসেকশনের ২০ মিটারের মধ্যে পার্ক করলেও ৩৩৭ ডলার জরিমানার পাশাপাশি দুই ডিমেরিট পয়েন্ট কাটা হতে পারে।
লেভেল ক্রসিংয়ের উপরে কিংবা এর কাছাকাছি স্থানে পার্ক করা হলেও ৩৩৭ ডলার জরিমানার পাশাপাশি সর্বোচ্চ দুই ডিমেরিট পয়েন্ট কাটা হবে।
আর, বৈধ অনুমতিপত্র ছাড়া ডিজেবল বে-তে পার্ক করলে ৫৬১ ডলার জরিমানার পাশাপাশি এক ডিমেরিট পয়েন্ট কাটা হতে পারে।
ডাবল ডিমেরিটস
ট্রান্সপোর্ট ফর এনএসডব্লিউ ওয়েবসাইটে বলা হয়েছে, ক্রিসমাস ডে, বক্সিং ডে এবং নিউ ইয়ার্স ডে উপলক্ষে ২১ ডিসেম্বর ২০১৮ থেকে ১ জানুয়ারি ২০১৯ পর্যন্ত ডাবল ডিমেরিটস পিরিয়ড থাকবে।
Follow SBS Bangla on FACEBOOK.




