বাংলাদেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের অস্ট্রেলিয়ার কান্ট্রি এডুকেশন প্রোফাইলে অন্তর্ভুক্তি

ইতিপূর্বে তালিকায় থাকা ১২টি বিশ্ববিদ্যালয়ের সাথে নতুন আরো ১৮টি বাংলাদেশী বিশ্ববিদ্যালয় সম্প্রতি অস্ট্রেলিয়ার CEP বা কান্ট্রি এডুকেশন প্রোফাইলে অন্তর্ভুক্ত হয়েছে।

Dhaka University.jpeg

A photo of Curzon Hall, Dhaka University, Bangladesh. Source: Supplied / Nighat Sultana Tithi

অস্ট্রেলিয়ার কান্ট্রি এডুকেশন প্রোফাইলের মাধ্যমে এ দেশের শিক্ষা-পদ্ধতি ও মান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ ও সরবরাহ করা হয়ে থাকে। এর মাধ্যমে একটি অনলাইন টুল ব্যবহার করে বিদেশী শিক্ষা-প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যোগ্যতা অস্ট্রেলিয়ার কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের সাথে মানানসই কিনা সেটি পরীক্ষা করে দেখা যায়। এই মুহূর্তে এই তালিকায় ১২৬টি দেশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য দেয়া রয়েছে।

ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনের মিডিয়া রিলিজ থেকে জানা গেছে, তাঁদের উদ্যোগে ইতিপূর্বে অন্তর্ভুক্ত বাংলাদেশের ১২ টি বিশ্ববিদ্যালয়ের সাথে নতুন আরও ১৮ টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় যুক্ত হয়েছে।

এসব বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় সমূহে প্রবেশাধিকারসহ গবেষণা ও শিক্ষা আদান-প্রদান সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এবার পাঁচটি সরকারি ও ১৩ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে। এগুলো হলো খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগাং, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

আর ইতিপূর্বে অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।

তথ্যসূত্র: মিডিয়া রিলিজ


Share

2 min read

Published

Presented by Tareq Nurul Hasan

Source: SBS



Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand