অবশেষে জ্বলে উঠলেন নেইমার, মেক্সিকোকে হারিয়ে শেষ আটে ব্রাজিল
নেইমার নৈপুণ্যে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে ব্রাজিল। নেইমার করেছেন এক গোল, করিয়েছেন আরেকটি। প্রথমার্থের খেলা অবশ্য গোলশূন্যই ছিল। ৫১ মিনিটে নেইমারের গোলেই এগিয়ে যায় ব্রাজিল। সম্মিলিত আক্রমণ থেকে মেক্সিকোর বক্সে গোলমুখ ঘেঁষে বেরিয়ে যাওয়া বল সামনের দিকে লম্বা করে পা বাড়িয়ে ছূঁয়ে পাঠিয়ে দেন জালে। দ্বিতীয় গোলটা হয়েছে নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে। বাঁ দিক থেকে নেইমারের বানিয়ে বলে আলতো শটে লক্ষ্যভেদ করেন রবার্তো ফিরমিনো। শেষ পর্যন্ত মেক্সিকো আর কোনও গোল দিতে ব্যর্থ হওয়ায় ২-০ ব্যবধানে জিতেই শেষ আট নিশ্চিত ব্রাজিলের।
Brazil star Neymar was in the thick of things against Mexico Source: Getty Images
ম্যাচে অবশ্য মেক্সিকো বল দখলের প্রতিযোগিতায় ব্রাজিলের সমানে সমানে ছিল। ব্রাজিলের ৪৯ ভাগ বল দখলের পাশাপাশি তারা ৫১ ভাগ বল পায়ে নিয়ে খেলেছে।