কোভিড-১৯ নিষেধাজ্ঞাগুলো শিথিল করছে নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসে যারা পরিপূর্ণভাবে ভ্যাকসিন নিয়েছেন, তাদের জন্য নিষেধাজ্ঞাগুলো ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। ‘আরও স্বাধীনতা’ প্রদানের ক্ষেত্রে এটি প্রথম ধাপ। নিউ সাউথ ওয়েলস সরকার বলছে, ভ্যাকসিনেশন টার্গেট ৭০ থেকে ৮০ শতাংশ পূর্ণ হলে এসব বাস্তবায়ন করা হবে।

COVID-19 easing of restrictions

Source: AAP

স্টে অ্যাট হোম রুলস বর্তমানে প্রযোজ্য তাদের ওপরে, যারা ব্লু মাউন্টেইন্স এবং ওলোংগং লোকাল গভার্নমেন্ট এরিয়া-সহ গ্রেটার সিডনিতে বাস করেন। তবে, কিছু কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে।

২০ সেপ্টেম্বর, ২০২১ থেকে ওয়েস্টার্ন ও সাউথ-ওয়েস্টার্ন সিডনির লোকাল গভার্নমেন্ট এরিয়া (এলজিএ) অফ কনসার্নগুলো গ্রেটার সিডনির মতো একই বিধি-নিষেধগুলোর অনুসরণ করবে। শুধুমাত্র তালিকাভুক্ত অনুমোদিত কর্মীগণ এবং সংশ্লিষ্ট অন্যান্য অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা এর ব্যতিক্রম।

  • ঘরের বাইরে ব্যায়াম এবং বিনোদনের ক্ষেত্রে কোনো সময়-সীমা নেই।
  • ঘরের বাইরে পরিপূর্ণ টিকাগ্রহণকারী ব্যক্তিরা পাঁচ জন পর্যন্ত নিজেদের এলজিএ এর মধ্যে কিংবা বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে একত্রিত হতে পারবেন। (১২ বছর ও এর চেয়ে কম-বয়সী শিশুরা এই সংখ্যার অন্তর্ভুক্ত নয়)।
  • কেনাকাটা, ব্যায়াম এবং ঘরের বাইরে বিনোদনের জন্য যাওয়া যাবে বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে কিংবা আপনার এলজিএ-এর মধ্যে।
  • গ্রেটার সিডনিতে অতিথি হিসেবে ছোটখাট বিয়ের অনুষ্ঠানে (সর্বোচ্চ ১১ জন) যোগদান করা যাবে।
  • কোনো ব্যক্তির ‘সিঙ্গেল’স বাবল বাডি’ (ঘনিষ্ট বন্ধু) গ্রেটার সিডনিতে বসবাস করতে পারেন। এলজিএ অফ কনসার্নের কোনো ব্যক্তিও এখন গ্রেটার সিডনির কোনো ব্যক্তির ‘বাডি’ (ঘনিষ্ট বন্ধু) হতে পারবেন।
LGAs of concern in Greater Sydney COVID-19
There are 12 Local Government Areas (LGAs) of concern in Greater Sydney including some suburbs in Penrith. Source: SBS

এটা ব্যায়ামের জন্য অনুমোদিত এক ঘণ্টা সময়ের অতিরিক্ত। আপনাকে সবসময় ভ্যাকসিনেশনের প্রমাণ সাথে রাখতে হবে।

রিজিওনাল নিউ সাউথ ওয়েলস

রিজিওনাল অস্ট্রেলিয়ার কোনো কোনো অংশ, যেগুলো কম ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছে এবং যে-সব এলাকায় অন্তত বিগত ১৪ দিনে কোনো কোভিড-সংক্রমণ কেস হয় নি, সে-সব স্থানে ১১ সেপ্টেম্বর থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে; তবে, যে-সব স্থানে কিছু বিধি-নিষেধ এখনও বজায় থাকবে।

যে-সব রিজিওনাল এলজিএ-গুলোতে স্টে অ্যাট হোম অর্ডার তুলে নেওয়া হয়েছে:

  • ঘরে পাঁচ জন পর্যন্ত দর্শনার্থী গ্রহণ করা যাবে (১২ বছর ও এর চেয়ে কম-বয়সী শিশুরা এর অন্তর্ভুক্ত নয়)।
  • ঘরের বাইরে ২০ জন পর্যন্ত একত্রিত হতে পারবেন।
  • বিধি-নিষেধগুলো অনুসরণ করে হসপিটালিটি পরিষেবা-সহ রিটেইল (খুচরা) স্টোর এবং জিমগুলো খোলা যাবে।

মেট্রোপলিটান সিডনির মানচিত্র

Map showing Metropolitan Sydney
Map showing Metropolitan Sydney Source: NSW Government

৭০ ও ৮০ শতাংশ ভ্যাকসিনেশনের পর বিধি-নিষেধগুলো আরও শিথিল করা হবে

টিকাদান কর্মসূচির আওতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, যারা উভয় ডোজ টিকা নিয়েছেন তাদের জন্য আরও বেশি করে বিধি-নিষেধগুলো তুলে নেওয়া হতে পারে।

নিউ সাউথ ওয়েলস সরকার বলছে, জনসংখ্যার ৭০ শতাংশ পুরোপুরিভাবে টিকা গ্রহণ করলে “একটা পর্যায় পর্যন্ত পরিবার, শিল্প, কমিউনিটি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো” তুলে নেওয়া হবে তাদের জন্য, যারা উভয় ডোজ টিকা নিয়েছেন।

“প্রাপ্ত-বয়স্ক ব্যক্তিরা যারা কোভিড-১৯ ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছেন তাদের জন্য স্টে অ্যাট হোম অর্ডার তুলে নেওয়া হবে নিউ সাউথ ওয়েলস ৭০ শতাংশ দুই ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা পূরণ করার পরবর্তী সোমবার থেকে।”

রি-ওপেনিং এনএসডব্লিউ রোডম্যাপ অনুসারে, শুধুমাত্র পরিপূর্ণভাবে টিকা-গ্রহণকারী ব্যক্তিরা এবং মেডিকেল একজেম্পশন্স বা স্বাস্থ্যগত কারণে ছাড় পাওয়া ব্যক্তিরা এই “স্বাধীনতাগুলো” পাবেন।

আর, ৮০ শতাংশ ব্যক্তি টিকা নেওয়ার পর আরও বেশি নিষেধাজ্ঞা শিথিল করা হবে শিল্প খাতে, কমিউনিটিতে এবং অর্থনীতি থেকে। বিস্তারিত নিয়ে এখনও কাজ চলছে।

গ্রেটার সিডনি, সেন্ট্রাল কোস্ট, শেলহারবার, ব্লু মাউন্টেইন্স ও ওলোংগং-এর মানচিত্র

Greater Sydney, Central Coast, Shellharbour, Blue Mountains and Wollongong
Greater Sydney, Central Coast, Shellharbour, Blue Mountains and Wollongong, showing where restrictions applied. Source: NSW Government

Follow SBS Bangla on FACEBOOK.


Share

3 min read

Published

Updated

Presented by Sikder Taher Ahmad

Source: SBS




Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now