নিউ সাউথ ওয়েলসের নর্দার্ন বীচেস সংশ্লিষ্ট নতুন সংক্রমণ ৯, স্বল্প পরিসরে বর্ষবরণের অনুমতি

সিডনির নর্থার্ন বীচেসের উত্তর জোনে আগামী ৯ জানুয়ারী পর্য্যন্ত গৃহে থাকার অধ্যাদেশ, নিউ ইয়ার্স ইভ উদযাপনের জন্য রেস্ট্রিকশন কোন কোন স্থানে শিথিল করা হয়েছে।

NSW Premier Gladys Berejiklian and NSW Minister for Health Brad Hazzard provide a COVID-19 update at a press conference at St Leonards in Sydney, Monday, December 28, 2020. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING

NSW Premier Gladys Berejiklian Source: AAP

সিডনির নর্থার্ন বীচেসের উত্তর জোনে আগামী ৯ জানুয়ারী পর্য্যন্ত লক ডাউন বাড়ানো হয়েছে। নিউ সাউথ ওয়েলসের ওই এলাকায় আরো পাঁচটি কোভিড ১৯-এ কমিউনিটি সংক্রমণ রেকর্ড করা হয়েছে।

এই সংক্রমণগুলোর ৪টি বহুল আলোচিত এভালোন ক্লাস্টারের সাথে সম্পর্কিত, যেখানে মোট সংক্রমণ ১২৬ টি। ৫ম কেইসটি এখনো তদন্তাধীন।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিকলিয়ান সোমবার ঘোষণা করেন যে, নর্থার্ন বীচেসের উত্তরে নারাবীন ব্রীজ এলাকায় আগামী ৯ জানুয়ারী পর্য্যন্ত স্টেই-এট-হোম অর্ডার জারী হয়েছে।

অপরদিকে নর্থার্ন বীচেসের দক্ষিণ জোনে লক ডাউন জানুয়ারী ২ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।

তবে ওই এলাকা ছাড়া সিডনির অন্যান্য এলাকার বাসিন্দারা লক ডাউনের বাইরে থাকবেন এবং সীমিত পরিসরে ছোট ছোট সমাবেশের মাধ্যমে নিউ ইয়ার্স ইভ উদযাপন করতে পারবেন।

মিজ বেরেজিকলিয়ান নর্থার্ন বীচেসের বাসিন্দাদের ধৈর্য্যের প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, তবে তিনি এখনই রেস্ট্রিকশন শিথিল করতে অপারগ কারণ স্বাস্থ্য কর্তৃপক্ষ সকল কেইসের লিংকগুলো শনাক্ত করতে পারেনি।

বৃহত্তর সিডনি, উলংঙ্গ, সেন্ট্রাল কোস্ট, ব্লু মাউন্টেনস এবং নিউ সাউথ ওয়েলসের রিজিওনাল এলাকায় নিউ ইয়ার্স ইভের সময়ে রেস্ট্রিকশনের নিয়ম অপরিবর্তিত থাকবে, তবে বৃহত্তর সিডনির আউটডোর সমাবেশ ১০০ থেকে কমে সর্বোচ্চ ৫০ জনের করা হয়েছে।

এদিকে নিউ ইয়ার্স ইভের সময়ে বৃহত্তর সিডনির বাসিন্দারা সিবিডির অনুমোদন পাওয়া আপ্যায়ন ভেন্যুগুলোতে যেতে পারবেন, তবে নিজ বাড়ীতে এখনো সর্বোচ্চ ১০ জনের অনুমোদন থাকবে।

করোনাভাইরাস ফ্রন্ট লাইন ওয়ার্কারদের জন্য নিউ ইয়ার্স ইভের পরিকল্পনা বাতিল।

করোনাভাইরাস ফ্রন্ট লাইন ওয়ার্কারদের ধন্যবাদ জ্ঞাপন করতে তাদের জন্য সিডনির বিখ্যাত নিউ ইয়ার্স ইভ ফায়ার ওয়ার্কসের বার্ড এই ভিউ প্রদর্শনের পরিকল্পনা বাতিল করা হয়েছে।

রাজ্যের বিভিন্ন স্থানে থেকে নিমন্ত্রিত কর্মীদের জন্য সরকার অপেরা হাউসসহ শুধু হারবার এলাকায় একটি 'গ্রীন জোন' করেছে।

প্রিমিয়ার বলেন "ওই পরিকল্পনায় অনেক স্বাস্থ্যঝুঁকি ছিল।"

READ MORE

এদিকে রাজ্যটিতে টেস্ট-এর  সংখ্যাও কমে এসেছে, গত ২৪ ঘন্টায় ১৫,৩০০ টি টেস্ট হয়েছে। 

এদিকে পুলিশ ১১জন তরুণকে নর্থ বন্ডাই এলাকায় পার্টি করার সময়ে কোভিড ১৯ নিয়ম ভঙ্গ করার দায়ে জরিমানা করেছে।

বক্সিং ডে'তে রাত ১১টার পরে ওই পার্টিতে ৪০জনের মতো ছিল, কিন্তু পুলিশ আসার পর তাদের অনেকেই সটকে পড়ে।

তাদের মধ্যে দুজন নারী এবং নয়জন পুরুষকে এক হাজার ডলার করে জরিমানা করা হয়।

নিউ টাউন এলাকার এক রেস্টুরেন্টে কোভিডসেইফ প্ল্যান না থাকার কারণে ৫০০০ দলের জরিমানা করা হয়।

২৩ ডিসেম্বর পুলিশ সেখানে গিয়ে দেখে ভেতরে ২৭ জন লোক, আর বাইরেও অনেক বড় জমায়েত।

এদিকে নিউ সাউথ ওয়েলস হেলথ রোববার রাতে সিডনি সিবিডি থেকে ৩৪ কি.মি. দূরে ক্যাসুলা এলাকার জন্য সতর্কতা জারি করেছে।

অস্ট্রেলিয়ায় সকলকে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যে রেস্ট্রিকশনের নিয়মগুলো দেখুন। আপনি যদি ঠান্ডা, বা ফ্লু সিম্পটম অনুভব করেন তবে, গৃহে অবস্থান করুন এবং টেস্টের জন্য আপনার ডাক্তার অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন ১৮০০ ০২০ ০৮০ এই নাম্বারে কল করুন। 

আপনার ভাষায় আরো হালনাগাদ তথ্য জানতে sbs.com.au/coronavirus ভিজিট করুন। 

আপনার স্টেট ও টেরিটোরিতে কি গাইডলাইন আছে তা দেখতে ভিজিট করুন: NSWVictoriaQueenslandWestern AustraliaSouth AustraliaNorthern TerritoryACTTasmania

আরও দেখুনঃ


Share

3 min read

Published

By Jarni Blakkarly

Presented by Shahan Alam




Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now