ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের নব্বই মিনিটে ছয় গোল! আশ্চর্য হওয়ার মতোই ঘটনা। সেটাই ঘটলো এবারের আসরে। এছাড়া, ৬০ বছর পর, কিংবদন্তী পেলের পর, ফাইনাল ম্যাচে কম-বয়সী খেলোয়াড় হিসেবে গোল করলেন ১৯ বছর ৬ মাস বয়সী কিলিয়ান এমবাপ্পে। আর, বিশ্বকাপের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই খেলায় গোল ও আত্মঘাতী গোল করে ফেললেন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মানজুকিচ।

Adil Rami of France and his team-mates celebrate victory with the FIFA World Cup trophy (Getty)

Adil Rami of France and his team-mates celebrate victory with the FIFA World Cup trophy (Getty) Source: Getty

খেলা শুরুর পর ১৮ মিনিটে দুঃখজনকভাবে প্রথম গোল খেয়ে বসে ক্রোয়েশিয়া। বক্সের বাইরে ডানদিকে অ্যান্টনি গ্রিজম্যানকে ফাউল করা হলে ফ্রিকিক পায় ফ্রান্স। গোলপোস্টের সামনে গ্রিজম্যানের নেয়া ফ্রিকিক ক্রোয়েট ফুটবলার মানজুকিচের মাথায় লেগে চলে যায় নিজেদের বক্সেই।

এরপর ১০ মিনিটের ব্যবধানে পেরেসিক গোল করে ম্যাচে সমতা ফেরান। ৩৮ মিনিটে ডি বক্সের ভিতরে হ্যান্ডবল করেন পেরিসিচ, পেনাল্টি পায় ফ্রান্স। পেনাল্টি থেকে ফ্রান্সকে আবারও এগিয়ে দিলেন গ্রিজমান (২-১)।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে ক্রোয়েশিয়া। এদিকে, ৫৯ মিনিটে ডান প্রান্ত দিয়ে বল টেনে নিলেন এমবাপ্পে। তাঁর নিচু ক্রস থেকে গ্রিজমান পল পগবার দিকে ঠেলে দেন বল। পগবার ডান পায়ের শট মদরিচের গায়ে লেগে ফিরে এলে ফিরতি বলে বাঁ পায়ের শট থেকে গোল করেন তিনি (৩-১)।

৬৫ মিনিটে লুকাস হার্নান্দেজের বানিয়ে দেওয়া বলে চমৎকার শট নিয়ে গোল করলেন কিলিয়ান এমবাপ্পে (৪-১)।

এর ৪ মিনিট পরেই হুগো লরিসের হাস্যকর এক ভুলে বল জালে পাঠালেন মারিও মানজুকিচ। বিশ্বকাপের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই খেলায় গোল ও আত্মঘাতী গোল করে ফেললেন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড।

১৯৯৮ বিশ্বকাপ জেতা ফ্রান্সের এটি দ্বিতীয় শিরোপা। এর আগে ২০০৬ সালে ফাইনালে ওঠলেও ইতালির কাছে হেরে গিয়েছিল দলটি।

বিস্তারিত দেখুন নিচের লিঙ্কে:

 

Follow SBS Bangla on FACEBOOK.


Share

Published

Updated

Presented by Sikder Taher Ahmad
Source: Omnisport

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand