হাইলাইটস
- মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ-২০২২ এর ফাইনালে উন্নীত হলো ফ্রান্স।
- ফাইনালে ২০১৮ সালের বিশ্বকাপ বিজয়ী ফ্রান্সের মুখোমুখি হবে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে মরক্কো এবং ক্রোয়েশিয়া।
এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে, খেলা শুরুর মাত্র ৫ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় বর্তমান বিশ্ব-চ্যাম্পিয়ন ফ্রান্স।
কাতারের আল বায়ত স্টেডিয়ামে অ্যাটলাসের সিংহ মরক্কো যদিও একের পর এক চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু, থিও এরনান্দেজের করা গোলটির পর তারা আর সমতায় আসতে পারে নি।
তবে, বিরতির আগেই সমতা ফিরিয়ে আনার সম্ভাবনা জাগিয়েছিল মরক্কো। জাওয়াদ আল ইয়ামিকের বাই-সাইকেল কিকটি অল্পের জন্য সাফল্যে রূপায়িত হয় নি।
বিরতির পর, ফ্রান্সের বদলী খেলোয়াড় রান্দাল কোলো মুয়ানি মাঠে নামার মাত্র ৪৪ সেকেন্ড পর, খেলার ৭৯ তম মিনিটে গোল করেন এবং ফ্রান্সের ফাইনাল নিশ্চিত করেন।
প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে অংশ নিয়ে মরক্কো সমর্থন কুড়িয়েছে আরব ও মুসলিম বিশ্বের।
অস্ট্রেলিয়ান ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুসারে, ১৯ ডিসেম্বর, সোমবার রাত ২টায় লুসাইলের আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স এবং লিওনেল মেসির আর্জেন্টিনা।
আর, তৃতীয় স্থানের জন্য লড়বে মরক্কো এবং ক্রোয়েশিয়া।

This is a developing story and this article will be updated.
Follow the latest from SBS News at www.sbs.com.au/news, or on the SBS News app available on iOS or Android.
