অস্ট্রেলিয়ার বৈচিত্রপূর্ণ বহু-সাংস্কৃতিক সমাজে, অস্ট্রেলিয়ার গণমাধ্যম জগতে অনুপম স্থান অধিকার করে আছে স্পেশাল ব্রডকাস্টিং সার্ভিস (এসবিএস)।
এসবিএস প্রতিষ্ঠিত হয়েছে এই বিশ্বাস নিয়ে যে, ভৌগোলিক অবস্থান, বয়স, সাংস্কৃতিক পরিচয় কিংবা ভাষাগত দক্ষতা নির্বিশেষে সকল অস্ট্রেলিয়ান যেন উচ্চ মানের, স্বাধীন এবং সাংস্কৃতিকভাবে সংশ্লিষ্ট অস্ট্রেলিয়ান গণমাধ্যমের পরিষেবা লাভ করে এবং যেন জন-জীবনে অংশগ্রহণ করতে সক্ষম হয়।
বৈচিত্রপূর্ণ বিশ্বকে ধারণ করা, অনুভব করা, সম্মান করা এবং উপভোগ করার পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করাকে উৎসাহিত করে এসবিএস।
১৯৭৫ সালের জুন মাসে অস্ট্রেলিয়া সরকার সিডনিতে 2EA এবং মেলবোর্নে 3EA রেডিও স্টেশনগুলো প্রতিষ্ঠা করে। ইংরেজিভাষী নয় এ রকম পটভূমি থেকে উঠে আসা লোকদেরকে নতুন ন্যাশনাল হেলথ স্কিম মেডিব্যাংক সম্পর্কে অবহিত করাটাই ছিল উদ্দেশ্য।

Source: Getty
এসবিএস-এর শুরুর দিকে ইনডিয়ান গ্রুপে যে কয়টি ভাষা অন্তর্ভুক্ত ছিল সেগুলো হলো: হিন্দি, উর্দু, বাংলা, পাঞ্জাবি, গুজরাতি এবং তামিল।
অস্ট্রেলিয়ায় বাংলাভাষী জনগোষ্ঠী ক্রমশ বাড়ছে। সর্বশেষ ২০১৬ সালের আদমশুমারি অনুসারে অস্ট্রেলিয়ায় ৫৪,৬০০ এরও বেশি বাংলাভাষী রয়েছেন। তাদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত হয় সপ্তাহে দু’দিন, দু’ঘণ্টা। প্রতি সোম ও শনিবার অস্ট্রেলিয়ান ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুসারে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
বর্তমান যুগের সাথে তাল রেখে এবং শ্রোতাদের চাহিদা অনুযায়ী আরও অনেক অনলাইন প্লাটফর্মে বিস্তৃত এসবিএস বাংলার অনুষ্ঠান। রেডিও অনুষ্ঠান ছাড়াও আমাদের রয়েছে নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক অ্যাকাউন্ট। ওয়েবসাইটে রয়েছে সাম্প্রতিক ঘটনার প্রতিবেদন ও পডকাস্ট।
আপনি কি বিশ্বের সবচেয়ে বড় বহু-ভাষী সম্প্রচার মাধ্যমে যোগদান করতে এবং বাংলা অনুষ্ঠানের নেতৃত্ব দিতে চান?
আপনি কিংবা আপনার পরিচিত কেউ যদি এসবিএস বাংলার এক্সিকিউটিভ প্রডিউসার (নির্বাহী প্রযোজক) পদে যোগদানের বিষয়ে আগ্রহী হন, তাহলে অনলাইনে আবেদন করুন এই লিঙ্কে: http://careers.sbs.com.au/job-details/query/8050017/?subSourceId=1003
অস্ট্রেলিয়ান মূল্যবোধগুলোর সঙ্গে সঙ্গতি রেখে এসবিএস কর্মক্ষেত্রে নারী-পুরুষের মাঝে কোনো প্রকার বৈষম্য করে না। ভাষা, ধর্ম, লিঙ্গ কিংবা অন্য কোনো কারণে কোনো প্রকার বৈষম্যের সুযোগ নেই এখানে।