মূল বিষয়
- ওয়েস্টার্ন সিডনিতে একটি প্রোডাকশন হাব স্থাপন করবে এসবিএস, তবে এর জন্যে সুনির্দিষ্ট জায়গা এখনও ঠিক হয়নি
- এক সমীক্ষার পরে সরকার সিডনির উত্তরে আর্টারমন থেকে এসবিএস-এর সদর দফতর স্থানান্তর না করার সিদ্ধান্ত নিয়েছে
- প্রোডাকশন হাবের সম্ভাব্য জায়গার জন্যে স্থানীয় প্রোপার্টি মার্কেটে ২০২৫ সালে অনুসন্ধান শুরু করবে এসবিএস
গত রবিবার সিডনির পশ্চিমের কোনো শহরতলীতে অস্ট্রেলিয়ার মাল্টিকালচারাল ব্রডকাস্টার এসবিএস-এর নতুন একটি প্রোডাকশন হাব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ফেডারেল সরকার। তবে এর জন্যে সুনির্দিষ্ট কোনো জায়গা এখনও ঠিক হয়নি।
হাবটিতে লাইভ অনুষ্ঠান সম্প্রচারের জন্য একটি টিভি স্টুডিও, রেডিও ও পডকাস্টিং বুথ এবং সেই সাথে অন্যান্য প্রোডাকশন কাজের জন্যে থাকবে একটি ওয়ার্কস্পেস।
সম্ভাব্যতা যাচাই সংক্রান্ত এক সমীক্ষার পর সরকার সিডনির উত্তরে আর্টারমন থেকে এসবিএস-এর সদর দফতর স্থানান্তর না করার সিদ্ধান্ত নেয়।
হাবের অবস্থান এবং অন্যান্য পরিকল্পনা এখনও চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। তবে একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে এই হাব থেকে এসবিএস প্রতি বছর প্রায় ১৪৪০ ঘণ্টা অডিও ও পডকাস্ট কন্টেন্ট, এবং প্রায় ৩৬০ ঘণ্টার মত স্ক্রিন কন্টেন্ট প্রচার ও সম্প্রচার করতে সক্ষম হবে।
এসবিএস বোর্ডের চেয়ারম্যান জর্জ স্যাভিডস এএম বলেছেন, "আগামী বছর এসবিএস-এর ৫০ বছর পূর্ণ হবে, সেটিকে সামনে রেখে আমাদের গল্প বলার ক্ষমতা এবং অবকাঠামো প্রসারিত করার চেয়ে উদযাপনের ভাল উপায় আর কী হতে পারে।“
"এসবিএস বোর্ড ওয়েস্টার্ন সিডনির সাথে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে এবং বিশ্বস্ত, নিরপেক্ষ মিডিয়াতে কম্যুনিটির যোগাযোগ এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য আমাদের বৈচিত্র্যময় গল্প বলার অংশ হওয়ার আরও বেশি সুযোগের মাধ্যমে সামাজিক সংহতিতে এসবিএসের অবদান অব্যাহত রাখতে পেরে আনন্দিত।"

ওয়েস্টার্ন সিডনির মোট বাসিন্দার ৪০ শতাংশেরও বেশি বিদেশে জন্মগ্রহণকারী এবং অস্ট্রেলিয়ার ফার্স্ট নেশন জনগোষ্ঠীর বৃহত্তম অবস্থানগুলোর মধ্যে একটি।
কম্যুনিকেশনস মিনিস্টার মিশেল রোল্যান্ড বলেছেন, হাবটি এসবিএস-এর প্রসার বৃদ্ধিতে ফেডারেল সরকারের প্রতিশ্রুতি পূরণের ইঙ্গিত দেয়।
"অস্ট্রেলিয়ার ডেডিকেটেড মাল্টিকালচারাল এবং ফার্স্ট নেশনস ব্রডকাস্টার এবং আমাদের অন্যতম বিশ্বস্ত নিউজ ব্র্যান্ড হিসাবে, এসবিএস সামাজিক সংহতি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
"এসবিএস ওয়েস্টার্ন সিডনি-সহ অন্যান্য বহুভাষিক, বহুসাংস্কৃতিক এলাকা এবং ফার্স্ট নেশনস সম্প্রদায়ের সাথে সংযোগ স্থাপনের জন্যে ও অস্ট্রেলিয়ান শ্রোতাদের কাছে সব স্তরের খবর নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।”
"আমি এই দুর্দান্ত প্রকল্পটি প্রস্তাবের উদ্যোগের জন্য এসবিএস বোর্ড এবং ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই এবং এটি সফল করে তুলতে তাদের সাথে কাজ করার অপেক্ষায় রয়েছি," বলেন মিনিস্টার রোল্যান্ড।
সরকার বলছে যে, এই হাবটি উক্ত অঞ্চলে দক্ষ প্রোডাকশন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে ও এর অর্থনীতিকে শক্তিশালী করবে এবং স্থানীয় কম্যুনিটিতে আর্থ-সামাজিক সুবিধা প্রদান করবে।
আগামী বছর থেকে এসবিএস এই প্রোডাকশন হাব প্রতিষ্ঠার সম্ভাব্য জায়গা নির্ধারণের জন্য স্থানীয় প্রোপার্টি মার্কেটে খোঁজ করা শুরু করবে, পাশাপাশি প্রকল্পটির অগ্রগতিতে স্থানীয় কাউন্সিল, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়ন সংস্থাগুলির সাথে মিলে কাজ করবে।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।






