উৎসব মুখর পরিবেশে সকাল ১১টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়। সকাল থেকে এতে লোকজন আসতে থাকেন।
এই ঈদমেলায় ৭৫টিরও বেশি পোশাক, গহনা, মেহেদি, খেলনা ও সুস্বাদু দেশী খাবারের স্টল ছিল। বাচ্চাদের জন্য ফেস পেইন্টিংসহ ছবি আঁকার সুযোগ ছিলো। অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে বেশিরভাগই ছিলো বাংলাদেশী নারী উদ্যোক্তাদের।
অজি বাংলা সিস্টারহুড এর প্রতিষ্টতা জান্নাত ফেরদৌস এই মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন।

সিডনির লিভারপুলে অজি বাংলা সিস্টারহুডের উদ্যোগে আয়োজিত ঈদমেলায় পোশাক, গহনা, মেহেদি, খেলনা ও সুস্বাদু দেশী খাবারের স্টল ছিল। বাচ্চাদের জন্য ফেস পেইন্টিংসহ ছবি আঁকার সুযোগ ছিলো। অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে বেশিরভাগই ছিলো বাংলাদেশী নারী উদ্যোক্তাদের। Source: Supplied / Aussie-Bangla Sisterhood/Photolia/Photolia
মেলায় খাবারের স্টলগুলোতে উল্লেখযোগ্য ভীড় ছিল। খুব কম সময়ের মধ্যে প্রত্যেকটা খাবারের স্টল সব আইটেম ‘সোল্ড আউট’ ঘোষণা করে।
সিডনির বাইরের শহরগুলি থেকেও অনেক অতিথি এই মেলায় উপস্থিত হন।
প্রেস বিজ্ঞপ্তি
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।