সোচির ফিশৎ স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের অাঠার মিনিটে এগিয়ে যায় পেরু। বাম দিক থেকে পাওলো গেররেরোর চিপে আন্দ্রে কাররিও জোরালো ভলি দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়। ৫০তম মিনিটে অধিনায়ক গেররেরোর শট দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নিলে রাশিয়ার আসর থেকে বিদায়ের আগে প্রথম জয়ের স্বাদ পায় পেরু। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া।
Robbie Kruse reacts after a chance goes begging during the 2018 FIFA World Cup Russia group C match between Australia and Peru. Source: Getty Images Europe