আপনার গন্তব্য সম্পর্কে প্রথমে গবেষণা করুন
ঘুরতে বেরিয়ে পড়ার আগে আপনার ভ্রমণের পরিকল্পনা করুন, এজন্য সরকারি ওয়েবসাইটগুলো দেখুন (নীচের তালিকাটি দেখুন)।
সেখানে পছন্দের জায়গাগুলোর প্রাকৃতিক আবহ, কি কি সুবিধা আছে এবং প্রয়োজনীয় তথ্য যেমন এন্ট্রি ফি, একটিভিটি এবং আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন।
ঐতিহাসিক জায়গা এবং আদিবাসীদের জায়গাগুলোতে হাঁটাহাঁটি বা কোথাও স্পর্শ করবেন না
জাতীয় উদ্যানগুলো (ন্যাশনাল পার্ক) সাধারণত জনবিরল এলাকা হয়, অথবা অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ জায়গা যা সাংস্কৃতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে থাকে।
এই এলাকাগুলোতে রক আর্ট, মিলন কেন্দ্র, উৎসবের স্থান এবং সাংস্কৃতিকভাবে তাৎপর্যপূর্ণ জায়গাসমূহ থাকে।
অস্ট্রেলিয়া সরকার ইন্ডিজিনাস ট্রাডিশনাল ওউনারদের সাথে যৌথভাবে ছয়টি ন্যাশনাল পার্ক এবং ১৩টি ম্যারিন রিজার্ভ পরিচালনা করে থাকে।

আমাকে কি ফী দিতে হবে?
কোন কোন ন্যাশনাল পার্কে আপনি যদি গাড়ী নিয়ে যান তবে সেখানে ঢুকতে ফী দিতে হয়, কিন্তু পায়ে হেঁটে বা সাইকেল নিয়ে গেলে কোন ফী নেই।
আপনি যদি প্রায়ই ন্যাশনাল পার্কে ঘুরতে যান, তাহলে হলিডে, কয়েক দিনের জন্য বা সারা বছরের জন্য পাস্ কিনুন, এতে খরচ কমবে।
কোন কোন রাজ্য একাধিক পার্কের জন্য পাস্ পাওয়া যায়, কিন্তু সেগুলো অন্য রাজ্যে ব্যবহার করতে পারবেন না।
আমি কিভাবে নিরাপদ থাকবো?
আপনি যদি প্রত্যন্ত এলাকার কোন ন্যাশনাল পার্কে ঘুরতে যেতে চান, তাহলে পরিচিত কাউকে আগে থেকে জানিয়ে যান।
খাদ্য, পানীয় এবং গরম কাপড় সাথে নেয়া আবশ্যক। কখনই মার্ক করা ট্র্যাকের বাইরে যাবেন না এবং সেফটি ফেন্সের পেছনে থাকবেন।

তীব্র সূর্যালোক এবং সাঁতারের বিষয়ে সতর্কতা মেনে চলুন
ন্যাশনাল পার্কগুলোতেও তীব্র সূর্যালোকের বিষয়ে সতর্কতা মেনে চলুন। গায়ে সানস্ক্রীন মেখে নিন এবং মাথায় হ্যাট পড়ুন!
সাঁতার কাটতে গেলে অবশ্যই জলের গভীরতা, তাপমাত্রা এবং স্রোত সম্পর্কে জেনে নিন। সমুদ্রতটে পাথরের উপর হাঁটার সময় সতর্ক থাকুন, এবং অবশ্যই কুমির আছে এমন জলাধারের কাছে যাবেন না।
আপনার ব্যবহারের পর আবর্জনা সাথে নিন
অস্ট্রেলিয়ার মোট ভূমির চার শতাংশ জুড়ে আছে ন্যাশনাল পার্কগুলো, এগুলো সংরক্ষিত এলাকা যাতে আছে অব্যবহৃত ভূমি, বিচিত্র গাছগাছালি এবং প্রাণী প্রাচূর্য্য।
তাই আবর্জনাগুলো যদি রেখে যান তবে তা পরিবেশের মারাত্মক ক্ষতি করবে। তাই, আপনার প্রিয় জাতীয় উদ্যানটিতে বারবিকিউ বা পিকনিকের পর ব্যবহৃত আবর্জনাগুলো সাথে নিয়ে যান এবং পার্কের বাইরে আবর্জনা ফেলার নির্দিষ্ট ফেলুন।
আরো জানতে ভিজিট করুন: parksaustralia.gov.au

প্রয়োজনীয় লিংকসমূহঃ
Parks Victoria: http://parkweb.vic.gov.au/
Northern Territory Parks and Wildlife Service: https://dtc.nt.gov.au/
NSW National Parks and Wildlife Service: http://www.nationalparks.nsw.gov.au/
Queensland Department of National Parks, Recreation, Sports and Racing: https://www.npsr.qld.gov.au/
National Parks South Australia: http://www.environment.sa.gov.au/parks/Home
Western Australia Department of Parks and Wildlife: https://www.dpaw.wa.gov.au/
Tasmania Park and Wildlife Service: http://www.parks.tas.gov.au/
CT Parks and Reserves: http://www.environment.act.gov.au/parks-conservation/parks-and-reserves
আরো পড়ুনঃ





