কোয়ালার আবাসভূমি পুনরায় গড়তে ড্রোন ব্যবহার করবে অস্ট্রেলিয়া
গ্রীষ্মকালীন ভয়াবহ বুশফায়ারের পর ভষ্মীভূত প্রকৃতির পুনর্গঠনে বিশেষ ধরনের ড্রোনের সাহায্য নেওয়া হবে অস্ট্রেলিয়ায়। দুর্গম ও অগম্য স্থানগুলোতে ড্রোনের সাহায্যে বীজ ছিটানো হবে। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (WWF) অস্ট্রেলিয়া বলছে, ড্রোনের মাধ্যমে দিনে প্রায় ৪০,০০০ বীজ বপন করা যাবে, যার মধ্যে ইউক্যালিপটাস গাছের বীজও থাকবে।
1 min read
Published
Updated
Presented by Sikder Taher Ahmad




