রাজকীয় এই বিয়ের চূড়ান্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন। আজ রাতেই বিয়ে।
রাজপ্রাসাদ কর্তৃপক্ষের বরাতে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতার সময়ে বর-কণের সঙ্গে হাঁটবেন প্রিন্স চার্লস।
এই বিয়ে নিয়ে সবাই আগ্রহী।
কণের বাবা থমাস মার্কল গত বৃহস্পতিবার নিশ্চিত করেছেন যে, তিনি এই বিয়েতে অংশ নিবেন না। কারণ, সম্প্রতি তার হার্ট অপারেশন হয়েছে এবং তিনি এখনো পুরোপুরি সুস্থ্য হন নি।
কণে মার্কলের বিয়ের পোশাক কেমন হবে তা জানা যায় নি। এ বিষয়ে খুবই সতর্কতার সঙ্গে তথ্য গোপন রাখা হচ্ছে। বিয়ের আগে এ বিষয়ে কোনো কিছু প্রকাশ করা হচ্ছে না।
রাজকীয় এই বিয়ের বিষয়ে যারা আগ্রহী তারা কাছে থেকে এই বিয়ে দেখার জন্য ভীড় জমিয়েছেন।
রাজপরিবারের সদস্য বলে প্রিন্স হ্যারি আর মেগান মার্কলের বিয়ের অনুষ্ঠান বিশ্বের অনেক দেশ থেকেই সরাসরি দেখা যাবে।
বিয়ের অনুষ্ঠান পাবলিক হয়ে গেলেও মধুচন্দ্রিমা যথাসম্ভব গোপনেই সারবেন হ্যারি- মেগান। তবে রাজপ্রাসাদের তথ্য অনুযায়ী, বিয়ের পর শিগগিরই হানিমুনে যাচ্ছেন না এই হবু দম্পতি।
Share
