ফ্রান্সের স্যামুয়েল উমতিতির একমাত্র গোলেই হেরে গেল বেলজিয়াম। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। বিরতির পর ৬ মিনিটের মধ্যেই ফ্রান্স এগিয়ে যায়। ৫১ মিনিটে গ্রিজমানের দুর্দান্ত ক্রস থেকে স্যামুয়েল উমতিতির হেডে গোল পায় ফ্রান্স। এবারের সেমিফাইনালে বেলজিয়ামকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে গেল ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স। অপরদিকে, কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে বিদায় করে দিয়ে বেলজিয়াম দ্বিতীয়বারের মতো জায়গা করে নিয়েছিল সেমিফাইনালে।