অস্ট্রেলিয়ায় করোনা-ভ্যাকসিন গবেষণায় ৬ মিলিয়ন ডলার প্রণোদনা

ফেডারাল হেলথ মিনিস্টার গ্রেগ হান্ট বলেন, আশা করা হচ্ছে যে, অতিরিক্ত এই অর্থায়ন কোভিড-১৯ ভ্যাকসিনগুলোর উন্নয়নের কাজ ত্বরাম্বিত করবে যেগুলো অস্ট্রেলিয়ার বাইরেও ব্যবহার করা যাবে।

The federal government is investing almost $6 million in additional research and development for three Australian COVID-19 vaccines.

The federal government is investing almost $6 million in additional research and development for three Australian COVID-19 vaccines. Source: Moment RF

অস্ট্রেলিয়ার তিনটি কোভিড-১৯ ভ্যাকসিনের উন্নয়নের লক্ষ্যে অতিরিক্ত গবেষণার জন্য প্রায় ৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ফেডারাল সরকার।

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়কে মেডিকেল রিসার্চ ফিউচার ফান্ড থেকে প্রায় ৩ মিলিয়ন ডলার অর্থায়ন করা হবে দুটি ভ্যাকসিন ক্যান্ডিডেটের উন্নয়নের জন্য।

আর, একটি নতুন ডিএনএ-ভিত্তিক কোভিড-১৯ ভ্যাকসিনের কার্যকারিতা ও নিরাপত্তার বিষয়টি পরীক্ষা করতে একটি ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার জন্য সিডনি বিশ্ববিদ্যালয় পাবে ৩ মিলিয়ন ডলার।

হেলথ মিনিস্টার গ্রেগ হান্ট গত রবিবার এক বিবৃতিতে বলেন,

“কোভিড-১৯ ভ্যাকসিনগুলোর কার্যকারিতা ও নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে অস্ট্রেলিয়া সরকার।”

“আরও কাজ করার সাপেক্ষে, এই ভ্যাকসিনগুলো অস্ট্রেলিয়ায় এবং বিশ্ব জুড়ে প্রয়োগ করা যাবে।”

এই ঘোষণা করার সময়ে ভিক্টোরিয়ায় করোনাভাইরাস সংক্রমণ-সংখ্যা নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে আরও অগ্রগতি দেখা যাচ্ছিল। সেদিন মাত্র ১৪ টি নতুন কেস সনাক্ত করা হয়। এর ফলে, বিগত ১৪ দিনের মাঝে মেট্রোপলিটন মেলবোর্নে দৈনিক সংক্রমণের হার কমে গিয়ে ৩৬.২ এ দাঁড়ায়। তাদের লক্ষ্যমাত্রা ছিল এই হার ৫০ এর নিচে নামিয়ে আনা।

প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ রিপোর্টারদেরকে তার লকডাউন কৌশল সম্পর্কে বলেন,

“এটি ইতিবাচক প্রমাণ। এটি প্রশ্নাতীত যে, এই কৌশল কাজ করছে।”

তবে, করোনা-আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। আরও পাঁচ জনের মৃত্যুর খবর জানা গেছে। ভিক্টোরিয়ায় এ নিয়ে মৃত্যু-সংখ্যা ৭৬২ এবং পুরো অস্ট্রেলিয়ায় এ সংখ্যা ৮৪৯ জন।

নতুন মৃত্যুর ঘটনাগুলোর সঙ্গে বয়স্ক-সেবা-কেন্দ্রগুলোর যোগসূত্র রয়েছে।

ভিক্টোরিয়ায় ফ্যামিলি অ্যান্ড চাইল্ডকেয়ার প্রভাইডারদের সহায়তায় এগিয়ে এসেছে মরিসন সরকার। এই খাতে প্রাথমিকভাবে এই রাজ্যকে উদ্দেশ্য করে ৩০৫ মিলিয়ন ডলার অতিরিক্ত অর্থায়নের ঘোষণা দিয়েছে সরকার।

এই প্যাকেজের মধ্যে রয়েছে ভিক্টোরিয়ান পরিবারগুলোর জন্য ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত চাইল্ডকেয়ার ফি বন্ধ রাখা এবং কোভিড-১৯ এর কারণে যে-সব অস্ট্রেলিয়ান পরিবারের অ্যাক্টিভিটি লেভেল বাধাগ্রস্ত হয়েছে তাদের জন্য অ্যাক্টিভিটি টেস্ট শিথিল করা এবং ৪ এপ্রিল ২০২১ পর্যন্ত তা বিস্তৃত করা।

ফেডারাল এডুকেশন মিনিস্টার ড্যান টিহান এক বিবৃতিতে বলেন,

“ভিক্টোরিয়ার পরিবারগুলো ও প্রভাইডারদেরকে ক্রমাগতভাবে সাহায্য করা চালিয়ে যাবে ফেডারাল সরকার। দ্বিতীয় তরঙ্গের পর তারা যেন নিজেদের পায়ে দাঁড়াতে পারে।”

“পরিবারগুলো যেন কেয়ার-সেন্টারগুলোর সঙ্গে সংযুক্ত থাকতে পারে এবং সেবা-কেন্দ্রগুলো যেন খোলা থেকে সেবা প্রদানে সক্ষম হয়, সেই উদ্দেশ্যে ভিক্টোরিয়ার ফ্যামিলি অ্যান্ড চাইল্ডকেয়ার সার্ভিসগুলোর জন্য ফেডারাল সরকার ইতোমধ্যে ২০৫ মিলিয়ন ডলার সহায়তা করেছে।”

অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। জন-সমাগমের সীমা সম্পর্কে জানতে আপনার রাজ্যের নিষেধাজ্ঞাগুলো দেখুন।

মেট্রোপলিটন মেলবোর্নের বাসিন্দাদেরকে চতুর্থ পর্যায়ের নিষেধাজ্ঞাগুলো অনুসরণ করতে হবে। তাদেরকে অবশ্যই রাত ৯:০০ পিএম থেকে ভোর ৫:০০ এএম পর্যন্ত কার্ফিউ মেনে চলতে হবে।

আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।

alc covid shopping bangla
Source: SBS

আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।

৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: sbs.com.au/coronavirus.

বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন:

https://www.sbs.com.au/language/bangla/coronavirus-updates

অস্ট্রেলিয়ার এবং বাকি বিশ্বের করোনাভাইরাস (কোভিড-১৯) এর হাল নাগাদ খবর

Follow SBS Bangla on FACEBOOK.


Share

3 min read

Published

Updated

Presented by Sikder Taher Ahmad

Source: AAP, SBS




Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now