ভিক্টোরিয়ায় ৩৩ জন নতুন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। কোভিড ১৯-এর ছড়ানো নিয়ন্ত্রণে সাহায্য করতে নামানো হচ্ছে মিলিটারী সদস্যদের।
ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ এক সাংবাদিক সম্মেলনে বলেন, নতুন শনাক্তের ৭ জন হোটেল কোয়ারেন্টাইন থেকে, ৯ জন পরিচিতদের মধ্যে থেকে, ৬ জন রুটিন টেস্টিংয়ে, এবং ১১ জনের বিষয় এখনো খুঁজে দেখা হচ্ছে।
তিনি জানিয়েছেন গত ২৪ ঘন্টায় ২০,৩০৪ টি টেস্ট করা হয়েছে যা এই স্টেটের জন্য একটি রেকর্ড।
টেস্টিং ব্লিটজ
প্রিমিয়ার ব্যাপকহারে কেইলর ডাউনস এবং ব্রডমিডোজ এলাকায় করোনা টেস্টের ঘোষণা দেন, সেখানে সর্বোচ্চ সংখ্যায় কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, তারপর এটা বর্ধিত করা হবে মেইডস্টোন, আলবানভেইল, সানশাইন ওয়েস্ট, হালাম, ব্রাঞ্জউইক ওয়েস্ট, ফকনার, রিজাভয়া, এবং প্যাকেনহ্যামে।
তিনি বলেন, "প্রথম তিন দিন কেইলর ডাউনস এবং ব্রডমিডোজ এলাকায় ফোকাস করা হবে, তারপরের ১০ দিন তা অন্যান্য এলাকায় টেস্ট করা হবে।"

Traffic management is seen outside a COVID-19 testing facility at Northland shopping centre in Melbourne. Source: AAP
"আক্ষরিক অর্থেই হাজার হাজার টেস্ট করা হবে - দরজা নককারী কর্মীদের টিমটি এখন এক হাজার সদস্যে সমৃদ্ধ, তারা কমুনিটির সাথে কথা বলবে, ফ্রি টেস্টের জন্য আহবান জানাবে, কারো উপসর্গ থাকুক বা না থাকুক।"
তিনি বলেন, ব্যাপকহারে টেস্ট করেই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে।
"যাদের পরীক্ষায় পজেটিভ আসবে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে, তাদের যা সহায়তা প্রয়োজন তা দেয়া হবে, টেস্টের এই ব্যবস্থায় পজেটিভ রোগীর সংখ্যা বাড়বে ঠিকই, কিন্তু আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো যে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি।"
'নিউ সাউথ ওয়েলসে কেউ আসবেন না'
নিউ সাউথ ওয়েলসের হেলথ মিনিস্টার ব্র্যাড হ্যাজার্ড বৃহস্পতিবার মেলবোর্নের বাসিন্দাদের বিশেষ করে কোভিড সংক্রমণ সংখ্যা বেশি এমন এলাকা থেকে নিউ সাউথ ওয়েলসের এএফএল বা এনআরএল গেমসে যোগ দেয়া থেকে বিরত থাকতে বলেছেন।
মিঃ হ্যাজার্ড বলেন, যদিও কর্তৃপক্ষ কোভিড সংক্রমণের এলাকাগুলোতে কাজ করে যাচ্ছে, তারপরেও সবাইকে সতর্ক থাকা প্রয়োজন।
মিলিটারী সহায়তা
ভিক্টোরিয়া রাজ্যে ১,০০০-এরও বেশি মিলিটারি সদস্য আসছে রাজ্যের ক্রমবর্ধমান করোনাভাইরাস সমস্যা সমাধানে সাহায্য করতে। অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স সদস্যদের সাহায্য ছাড়াও নিউ সাউথ ওয়েলস, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া এবং কুইন্সল্যান্ড থেকে সাহায্য পাওয়া যাবে ভাইরাস টেস্টের প্রক্রিয়ার জন্য।
আরো পড়ুন: