ভিক্টোরিয়ায় করোনাভাইরাসের আরো ২৭০টি নতুন সংক্রমণের ঘটনা সনাক্ত করা হয়েছে। এর ফলে অস্ট্রেলিয়া জুড়ে সংক্রমণ সংখ্যা ১০,০০০ ছাড়ালো।
এর আগে সোমবার সেখানে ১৭৭ টি নতুন সংক্রমণ সনাক্ত করা হয়েছিল। সেখানে গত পাঁচ দিনের মধ্যে চার দিনই দিনে দুই শতাধিক ব্যক্তির সংক্রমণ সনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার ডেপুটি চিফ মেডিকেল অফিসার মাইকেল কিড বলেন, দেশটি ‘জাতীয়ভাবে আরও একটি মাইল-ফলক’ অতিক্রম করলো। এই বৈশ্বিক মহামারী শুরু হওয়ার পর অস্ট্রেলিয়ায় কমপক্ষে ১০,২৫১ টি সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে।
তিনি বলেন,
“বৈশ্বিক এই মহামারীতে বিশ্ব জুড়ে ১৩ মিলিয়নেরও বেশি লোক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এবং ৫৭১,০০০ এরও বেশি লোক মারা গেছেন।
এর আগে মঙ্গলবার ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, কন্টাক্ট ট্রেসিংয়ের কাজ অনেক বেড়ে গেছে।
রিপোর্টারদেরকে তিনি বলেন,
“অবধারিতভাবেই, এ রকম বড় সংখ্যায় লোকে আক্রান্ত হলে তারা কোথায় কোথায় গিয়েছিলেন, কাদের সঙ্গে সময় কাটিয়েছিলেন, তাদের ঘনিষ্ঠ লোকজন কারা, এগুলো খুঁজে বের করাটা চ্যালেঞ্জিং। এছাড়া, স্বাস্থ্য কর্তৃপক্ষের যথাযথ সাড়া প্রদানের বিষয়টি নিশ্চিত করাটা জরুরি।”
মিস্টার অ্যান্ড্রুজ বলেন, পাবলিক হেলথ টিমের সঙ্গে ২০০ প্যারামেডিক্স এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের ১০০০ সদস্য যোগ দিবেন।
তিনি বলেন,
“আমাদের কাজ অনেক ব্যাপকতা লাভ করায় তাদেরকে ডাকা হয়েছে।”
জেটস্টার, মেডিব্যাংক, টেলস্ট্রা এবং কোয়ান্টাসের কর্মীদের মধ্যে যারা কাজের বাইরে রয়েছেন, তাদের মধ্য থেকে কিছু সংখ্যক কর্মীও কন্টাক্ট ট্রেসিংয়ের কাজে সহায়তা করবেন।
তিনি বলেন,
“কাজ যেভাবে বাড়ছে, সেভাবে দলও বড় করতে হবে।” প্রয়োজনে ব্যাংক থেকে কর্মী সংগ্রহ করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি।
যদি কারও মাঝে কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে পরীক্ষা করার জন্য অনুরোধ করেন মিস্টার অ্যান্ড্রুজ।
তিনি বলেন,
“এটি একটি ভয়ানক শত্রু। এটি খুবই সংক্রামক এবং খুব দ্রুত পরিবাহিত হয় এটি।”
“কোনো কোনো বিচারে এটি খুবই চতুর। কোনো কোনো ক্ষেত্রে মানুষ সংক্রমিত হলেও এর লক্ষণ দেখা যায় না কিংবা লক্ষণ থাকলেও তা খুব মৃদু হয়।”
চিফ হেলথ অফিসার ব্রেট সাটন বলেন, মঙ্গলবার নতুন সংক্রমণ সংখ্যা থেকে প্রমাণিত হয় যে, মানুষ এখন সন্তুষ্ট হয়ে বসে থাকতে পারবে না।
তিনি বলেন,
“এটি একদিনে সর্বোচ্চ সংখ্যা নয়। তবে, কঠিন সময় পার করে আমরা এখনও উন্নতির দিকে যাওয়া শুরু করি নি। আমি আশা করি যে, এই সপ্তাহে এটা দেখতে পাব। তবে এর কোনো নিশ্চয়তা নেই।”
“সবাই সঠিক ও যথাযথ কাজ করলে এই সংখ্যা কমানো সম্ভব হবে।”
ভিক্টোরিয়ায় এখন মোট ৪,২২৪ টি কোভিড-১৯ কেস রয়েছে।
মেট্রোপলিটান মেলবোর্নের বাসিন্দাদেরকে স্টে-অ্যাট-হোম আদেশ মেনে ঘরে অবস্থান করতে হবে। তারা শুধুমাত্র প্রয়োজনীয় কাজ, পড়াশোনা, ব্যায়াম কিংবা কারও দেখাশোনার কাজের জন্য ঘর ছেড়ে বাইরে যেতে পারবেন। জনগণের মাঝে গেলে মাস্ক পরিধান করার পরামর্শ দেওয়া হচ্ছে।
অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। জন-সমাগমের সীমা সম্পর্কে জানতে আপনার রাজ্যের নিষেধাজ্ঞাগুলো দেখুন।
মেলবোর্নের পাবলিক হাউজিং টাওয়ারগুলোর ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মধ্যে যাদের সাহায্য-সহযোগিতার প্রয়োজন রয়েছে, তারা হাউজিং কল সেন্টারে 1800 961 054 নম্বরে কল করতে পারেন।
আপনার যদি একজন দোভাষীর প্রয়োজন হয়, তাহলে কল করুন 131 450 নম্বরে।
অস্ট্রেলিয়া জুড়ে করোনাভাইরাস পরীক্ষা এখন ব্যাপকভাবে বিস্তৃত করা হয়েছে। আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।
আপনার মোবাইল ফোনের অ্যাপ স্টোর থেকে ফেডারাল সরকারের করোনাভাইরাস ট্রেসিং অ্যাপ COVIDSafe ডাউনলোড করা যাবে।
আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।
অস্ট্রেলিয়ার বৈচিত্রময় সম্প্রদায়গুলোকে কোভিড-১৯ এর সর্বশেষ অবস্থা জানাতে এসবিএস দৃঢ়প্রতীজ্ঞ। ৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: sbs.com.au/coronavirus.
বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন:
Additional reporting by AAP.