রাজ্যের হলিডে-ইন থেকে প্রাদুর্ভাবের প্রতিক্রিয়ায় লকডাউন নিয়ে আলোচনা করার জন্য ভিক্টোরিয়ার মন্ত্রিসভা জরুরি সভা করেছে।
ভিক্টোরিয়া পাঁচ দিনের করোনভাইরাস লকডাউনে প্রবেশ করছে শুক্রবার মধ্যরাত থেকে; অর্থাৎ স্কুল এবং অপরিহার্য নয় এমন খুচরা দোকানগুলি কিছু ব্যতিক্রম বাদে বন্ধ থাকবে এবং মেলবোর্ন তার আগস্টের লকডাউন সেটিংসে ফিরে আসবে।
রেস্টুরেন্টে শুধু টেক-এওয়ে সার্ভিস খোলা থাকবে এবং কেবলমাত্র চারটি কারনে বাড়ি থেকে বের হতে পারবে: এর মধ্যে রয়েছে
- ১) প্রয়োজনীয় জিনিসপত্র কেনা,
- ২) কেয়ার গিভিং,
- ৩) প্রতিদিন সর্বোচ্চ দুই ঘন্টা ব্যায়াম করা এবং
- 4) কাজ ও পড়াশোনা যদি বাড়ি থেকে করা সম্ভব না হয়।
এছাড়া সর্বোচ্চ পাঁচ কিলোমিটারের নিয়মটিও পুনর্বহাল করা হবে।

মিঃ অ্যান্ড্রুজ বলেছেন, এই পদক্ষেপ কার্যকর হবে বলে তিনি আত্মবিশ্বাসী; তিনি এটিকে "সার্কিট ব্রেকার" আখ্যা দিয়েছেন। ।
সবচেয়ে ভীতিকর বিষয় হচ্ছে, হলিডে ইন প্রাদুর্ভাবের অন্তত ছয়টি কেস করোনভাইরাসের অতি সংক্রামক ইউকে ভ্যারিয়েন্টের সাথে সংশ্লিষ্ট এবং এটি নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষ ধরে নিচ্ছে যে এ পর্যন্ত শনাক্ত ১৩টি কেসও একই ইউকে ভ্যারিয়েন্টের হতে পারে।
মিঃ অ্যান্ড্রুজ বলেছেন "হাইপার-ইনফেকসাস" বা অতি সংক্রামক যুক্তরাজ্যের ভ্যারিয়েন্টটি এত দ্রুত গতিতে চলেছে, এটি কমিউনিটির কাছে স্বাভাবিকের চেয়েও বড় ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে।
মেলবোর্ন বিমানবন্দরের টার্মিনাল ৪-এ ব্রুনেটি ক্যাফেটিতেও একজন সংক্রামিত ব্যক্তি ৯ ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ৪.৪৫টা থেকে দুপুর ১.১৫টার মধ্যে সেখানে ছিলেন, এবং পরে এটি এক্সপোজার সাইট হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।
এক্সপোজারটি এমন আশঙ্কা জাগিয়ে তুলেছে যে ভাইরাসটি হয়তো ইতিমধ্যে ইন্টারস্টেট ছড়িয়ে গেছে। সেই সময়ের মধ্যে যারা ক্যাফেতে গিয়েছিলেন তাদের একটি কোভিড-১৯ পরীক্ষা নেওয়া উচিত এবং ১৪ দিনের জন্য আলাদা থাকা উচিত।
ভিক্টোরিয়ার চিফ হেলথ অফিসার, ব্রেট সুটোন বলেছেন যে সংক্ষিপ্ত এই লকডাউন কঠিন হলেও এটি না করলে পরিস্থিতি সম্ভবত আরও মারাত্মক হবে।
অস্ট্রেলিয়ার হোটেল কোয়ারেন্টিন ব্যবস্থা ফেডারেল সরকার দ্বারা পরিচালিত হবে না এবং প্রধানমন্ত্রী স্কট মরিসন এই আহবান আবারও প্রত্যাখ্যান করেছেন।

হোটেল কোয়ারেন্টিন ব্যবস্থার বাইরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় নতুন উদ্বেগ তৈরী হয়েছে। এখনও পর্যন্ত ২২০,০০০ মানুষ অস্ট্রেলিয়ার হোটেল কোয়ারেন্টিন ব্যবস্থার মধ্যে দিয়ে গেছে ।
ভিক্টোরিয়ার পাশাপাশি, হোটেল কোয়ারেন্টিন কর্মীরা পার্থ, ব্রিসবেন, অ্যাডিলেড এবং সিডনি এই শহরগুলিতেও আক্রান্ত হয়েছে এবং যার ফলশ্রুতিতে সংক্ষিপ্ত লকডাউনের উপায় গ্রহণ করতে হয়েছিল।
মিঃ মরিসন বলেছেন যে দেশের হোটেল কোয়ারেন্টিন প্রোগ্রামটি শতভাগ নিরাপদ থাকবে বলে আশা করা অবাস্তব এবং এ কারণেই হোটেল কোয়ারেন্টিন এবং অন্যান্য ফ্রন্টলাইনের কর্মীরা ভ্যাকসিনেশনের জন্য অগ্রাধিকার পাবেন।
অস্ট্রেলিয়ায় সকলকে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যে রেস্ট্রিকশনের নিয়মগুলো দেখুন। আপনি যদি ঠান্ডা, বা ফ্লু সিম্পটম অনুভব করেন তবে, গৃহে অবস্থান করুন এবং টেস্টের জন্য আপনার ডাক্তার অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন ১৮০০ ০২০ ০৮০ এই নাম্বারে কল করুন।
আপনার ভাষায় আরো হালনাগাদ তথ্য জানতে sbs.com.au/coronavirus ভিজিট করুন।
আপনার স্টেট ও টেরিটোরিতে কি গাইডলাইন আছে তা দেখতে ভিজিট করুন: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania
আরও দেখুনঃ
