অগ্রযাত্রা ব্যাহত হলো ব্রাজিলের। ২০ মিনিটে ফিলিপে কুতিনহোর গোলে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু, ৫০ মিনিটে শাকিরির কর্নার থেকে ম্যাচে সমতা ফেরান স্টিভেন জুবের। সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করায় গ্রুপ পর্যায়ের বাকি দুই ম্যাচ জিততেই হবে ব্রাজিলকে। ড্র করলে পয়েন্টের মারপ্যাঁচে পড়ে যাবে তারা। আর যদি হারে? সমর্থকদের আপাতত সেই চিন্তা না করাই শ্রেয়।
Brazil captain Marcelo in action against Switzerland Source: Getty Images