আজকের শীর্ষ খবর
- ফ্রান্সের অ্যানেসি শহরের একটি পার্কে ছুরিকাঘাতে চার শিশুসহ ছয়জন আহত হয়েছে।
- উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস তার লেবার সহকর্মী ক্যাটি গ্যালাঘের-এর পক্ষ অবলম্বন করেছেন, যিনি সংসদকে বিভ্রান্ত করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
- অস্ট্রেলিয়া জুড়ে রাজার জন্মদিনের ছুটির দীর্ঘ সপ্তাহান্তের প্রাক্কালে কর্তৃপক্ষ ঠান্ডা আবহাওয়ার জন্য নৌচালক এবং জেলেদের নিরাপদে থাকার জন্য সতর্ক করেছে।
- ভারতের নতুন সংসদ ভবনের একটি ম্যুরালে ‘অখণ্ড ভারতের’ মানচিত্র নিয়ে জানতে চেয়েছিলো বাংলাদেশ, জবাবে ভারত জানিয়েছে যে এতে সম্রাট অশোকের রাজত্বকাল বোঝানো হয়েছে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।








