আজকের শীর্ষ খবর:
- প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস ইউক্রেনকে হক-আই এবং বুশমাস্টার যানবাহন বা ট্যাঙ্ক সরবরাহ না করার সরকারের এক সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।
- ওয়াগনার গ্রুপের সৈন্যদের মস্কোর দিকে অগ্রসর হওয়ার ঘটনাকে একটি অভ্যুত্থান প্রচেষ্টা হিসাবে বর্ণনা করে ঘটনার পর প্রথম জনসমক্ষে ভাষণ দিয়েছেন ভ্লাদিমির পুতিন।
- সিডনির পূর্বাঞ্চলের বন্ডাই জাংশন এলাকায় গুলির শব্দ শোনা যাওয়ার ঘটনায় সাড়া দিচ্ছে পুলিশ।
- স্যালভেশন আর্মির একটি জরিপে দেখা গেছে যে আর্থিকভাবে অসমর্থ অস্ট্রেলিয়ানদের অর্ধেকেরও বেশি মানুষ জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে সময়মতো ইউটিলিটি বিল পরিশোধ করতে পারছে না।
- নতুন ওয়েস্টার্ন সিডনি বিমানবন্দরের প্রাথমিক উড্ডয়ন পথগুলি পর্যালোচনা করলে দেখা যায় যে সেখান থেকে ২০ কিলোমিটার পর্যন্ত স্থানীয় বাসিন্দারা প্রায় ৭০ ডেসিবেল শব্দের মাত্রা অনুভব করবেন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।








