আজকের শীর্ষ খবর:
- বিতর্কিত মিনিস্টারিয়াল ডাইরেকশন-৯৯ প্রতিস্থাপন করেছে সরকার। নতুন একটি মিনিস্টারিয়াল ডাইরেকশনে স্বাক্ষর করেছেন ইমিগ্রেশন মিনিস্টার অ্যান্ড্রু জাইলস। এর ফলে আরও অধিক সংখ্যক অপরাধীকে ডিপোর্ট বা অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার করা যাবে। ভিসা বাতিলের সিদ্ধান্তগুলো পর্যালোচনা করার সময়ে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলস ট্রাইবুনালকে কমিউনিটির নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে এতে। তবে, বিরোধী-দলীয় নেতা পিটার ডাটন বলেন, অভিবাসন বিষয়ক সর্বশেষ মিনিস্টারিয়াল ডাইরেকশন কমিউনিটিগুলোকে নিরাপদ করবে না।
- হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, দু’জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। এছাড়া, দশ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মিজ জেনেভিভ বেল সিনেট এস্টিমেটস-কে বলেছেন, এই দশটি ঘটনার মধ্যে পাঁচটির সমাধান করা হয়েছে এবং বাকি পাঁচটি বিবেচনাধীন রয়েছে। এগুলোর মধ্যে চারটি ঘটনা আরও তদন্তের জন্য অস্ট্রেলিয়ান ফেডারাল পুলিসের কাছে রেফার করা হয়েছে।
- অস্ট্রেলিয়ার অর্থনৈতিক মন্দার দিকে যাওয়ার বিষয়টিকে অস্বীকার করেছেন ফেডারাল ট্রেজারার জিম চ্যালমার্স। এ সপ্তাহে তিনি রিজার্ভ ব্যাংকের পদক্ষেপগুলোকে দায়ী করেছেন অর্থনৈতিক প্রবৃদ্ধির পতনের জন্য। তিনি বলেন, কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর সময়টি বাদে, তিন দশকেরও বেশি সময়ের মাঝে সবচেয়ে দুর্বল প্রবৃদ্ধি এটি।
- চীন কিংবা অন্যান্য যেসব দেশ তাদের ভূখণ্ড থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অনথিভুক্ত অভিবাসীদের প্রবাহ রোধ করে না, সে-সব দেশের ওপরে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে এই নভেম্বরের প্রেসিডেন্ট ইলেকশনে, মেক্সিকান সীমান্ত দিয়ে দেশটিতে নথিবিহীন অভিবাসন একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
- জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ ১৬ জুন।
- আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা পাকিস্তানকে হারিয়েছে। গতকাল ডালাসে প্রথমে ব্যাট করে ১৫৯ রান করে পাকিস্তান। জেতার জন্য যুক্তরাষ্ট্রের শেষ বলে দরকার ছিল ৫ রান। চার মেরে ম্যাচ সুপার ওভারে নিয়ে যান নিতিশ। সুপার ওভারে ১ উইকেট হারিয়ে ১৮ রান করে যুক্তরাষ্ট্র। জয়ের জন্য শেষ বলে পাকিস্তানের দরকার ছিল ৭ রানের। কিন্তু, শেষ বলে তারা ১ রান করে।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।









