ট্রিস ডোয়েলের সাথে ওই বৈঠকের কো-হোস্ট ছিলেন কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক ইনকরপোরেশনের প্রেসিডেন্ট সাবরিন ফারুকী। বৈঠকের আলোচ্য বিষয়গুলো নিয়ে মিজ সাবরিন ফারুকী কথা বলেছেন এসবিএস বাংলার সাথে।
মিজ সাবরিন ফারুকী জানান, পারিবারিক সহিংসতা নিয়ে কাজ করা সম্মুখ সারির কর্মীদের কথা নীতি নির্ধারকদের নিকট পৌঁছে দিতেই তিনি এই গোল টেবিল বৈঠকের উদ্যোগ নেন এবং তার প্রেক্ষিতে বৈঠকটি আহবান করেছিলেন নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের প্রিভেনশন অফ ডোমেস্টিক ভায়োলেন্সের শ্যাডো মিনিস্টার ট্রিস ডোয়েল এমপি।
পারিবারিক সহিংসতা নিয়ে সবসময় সরব মিজ ট্রিস ডোয়েল এই বৈঠকে প্রায় ২০টি সংগঠনের প্রতিনিধিদের সাথে কথা বলেন এবং তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন।
মিজ সাবরিন ফারুকী বলেন, "বৈঠকের আলোচনায় সবাই একমত হয়েছে যে, অভিবাসীদের মধ্যে যারা রেফিউজি এবং অস্থায়ী ভিসায় আছেন তাদের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকারের আরো পদক্ষেপ নেয়া প্রয়োজন। কারণ এই মহিলারা খুবই দুর্দশায় আছে, তাদের কোন আর্থিক সহায়তা নাই যা সাধারণ নাগরিক বা পার্মানেন্ট রেসিডেন্টরা পেয়ে থাকে।"

তিনি বলেন, পারিবারিক সহিংসতা মোকাবেলায় যারা সাহায্য করবেন যেমন পুলিশ বা সমাজকর্মী তারা কি সহিংসতার শিকারদের সামাজিক-সাংস্কৃতিক দিকগুলোর ব্যাপারে সচেতন কিনা এ বিষয়টিও আলোচনায় স্থান পায়।
মিজ ফারুকী বলেন, ডোমেস্টিক ভায়োলেন্স খাতে ফেডারেল এবং স্টেট গভর্নমেন্ট পর্যায়ে তহবিল বাড়ছে, কিন্তু এই তহবিল সহিংসতার শিকার এবং তৃণমূল স্তরসহ সঠিক জায়গায় যাচ্ছে কিনা তা একটি প্রশ্ন।
তিনি বলেন, "আমরা এখনো সরকারের তরফ থেকে এমন কোন এপ্রোচ দেখিনি যে তারা আমাদের কথা শুনতে চায়, আমাদের কোন সমস্যা আছে কিনা কিংবা সমাধান কেউ দিয়েছে কিনা তা জানতে চায়।"
"এই বৈঠকের মাধ্যমে বিরোধী দল লেবার আমাদের কথা শুনেছে, এবং তারা বিষয়টি সরকারী পর্যায়ে নিয়ে যাবে," বলছিলেন মিজ ফারুকী।

সাবরিন ফারুকীর পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করুন।
Follow SBS Bangla on FACEBOOK.
আরো দেখুন:











