এ সপ্তাহের হাইলাইটস
- ভারতে নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিতর্ক হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির সাংবিধানিক প্রধান, রাষ্ট্রপতিকে কেন আমন্ত্রণ জানানো হয় নি তা নিয়ে প্রশ্ন তুলে অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস-সহ বেশিরভাগ বিরোধী দল।
- দিল্লিতে প্রশাসনিক বিষয়ে কেন্দ্রে শাসক দল বিজেপি যে অর্ডিন্যান্স আনছে তার বিরুদ্ধে এককাট্টা হওয়ার চেষ্টা করছে বিরোধীরা। এই ইস্যুতে অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসকেও পাশে পাওয়ার চেষ্টা করছেন তাঁরা।
- পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের আগে যেভাবে বোমা বিস্ফোরণ এবং মৃত্যুর ঘটনা ঘটছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বিরোধীরা।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।







