আজকের শীর্ষ খবর:
- নতুন অর্থ বছর শুরুর সাথে সাথে অস্ট্রেলিয়ানদের বিদ্যুৎ বিল শতকরা ২০ থেকে ২৫ ভাগ বৃদ্ধি পেতে যাচ্ছে।
- বিরোধী দলীয় নেতা পিটার ডাটন নিউ সাউথ ওয়েলসের সাবেক প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ানের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
- আসন্ন অর্থ-বছরে সরকারী ভর্তুকি কার্যকর হওয়ায় আগামীকাল থেকে অস্ট্রেলিয়ার বাবা-মায়েদের চাইল্ড কেয়ারের খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
- আজ শুক্রবার সিডনি বিমানবন্দরের রানওয়েতে তীব্র দমকা বাতাসের কারণে অনেকগুলি ফ্লাইট বিলম্বিত ও বাতিল করা হয়েছে।
- ব্রিটিশ সরকার বলেছে, আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় ফেরত পাঠানোর পরিকল্পনায় তারা অটল থাকবে, যদিও ব্রিটিশ আদালত রায় দিয়েছে এটি অবৈধ।
- কনসার্টে নতুন তারিখ যুক্ত হওয়ায় সঙ্গীত তারকা টেলর সুইফটের ভক্তরা আজ আবারও তার কনসার্টের টিকেট কেনার চেষ্টা শুরু করবে।
- ভিক্টোরিয়া স্টেট অস্ট্রেলিয়ার প্রথম পোষা প্রাণীর শুমারি বা সেনসাস আয়োজন করতে চলেছে।
- লর্ডসে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের খেলা চলছে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।








