শীর্ষ সংবাদ
- ভিক্টোরিয়ায় ২০২৬ সালের কমনওয়েলথ গেমস বাতিল করা হয়েছে। আর সেজন্য কাউকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন শ্যাডো ফাইন্যান্স মিনিস্টার জেন হিউম। প্রাথমিক প্রত্যাশার চেয়ে বেশি ব্যয়ের কারণে কমনওয়েলথ গেমস আর হোস্ট করতে চাচ্ছে না ভিক্টোরিয়া। প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ এটি বাতিল করার ঘোষণা করেন।
- শিক্ষা খাতে নতুন সংস্কারের আগে, বিশ্ববিদ্যালয়গুলোতে পড়া আদিবাসী শিক্ষার্থীদের সংখ্যা আগামী দশ বছরে দ্বিগুণ হতে পারে, বলেছেন এডুকেশন মিনিস্টার জেসন ক্লেয়ার।
- নতুন তথ্য-উপাত্তে দেখা যায় যে, চ্যাট-জিপিটি-র মতো সরঞ্জামগুলো পুনরাবৃত্তিমূলক ম্যানুয়াল কাজগুলোকে গ্রাস করে এবং কর্মীদের আরও বেশি উৎপাদনশীল করে এবং এভাবে অস্ট্রেলিয়ার অর্থনীতিতে কয়েক বিলিয়ন ডলার যোগ করতে পারে।
- ইউক্রেনের সঙ্গে শস্যচুক্তির মেয়াদ আর বাড়াচ্ছে না রাশিয়া। এতে বিপাকে পড়তে যাচ্ছে বিশ্বের কোটি কোটি ক্ষুধার্ত মানুষ। জাতিসংঘ বলেছে যে, এমতাবস্থায় তারা ইউক্রেনীয় এবং রাশিয়ান শস্য এবং সার বিশ্ব-বাজারে পেতে একটি সমাধান খোঁজার দিকে এগিয়ে যাচ্ছে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









