এসবিএস বাংলা শীর্ষ খবর, ০১ অক্টোবর ২০২০

A cyclist wearing a face mask crosses an overpass in Melbourne Source: AAP
আজকের শিরোনামগুলো:প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা করেছেন যে পরের সপ্তাহের বাজেট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে।লেবর পার্টি সরকারকে আহ্বান জানিয়েছে তার ক্রয় ক্ষমতা উত্পাদনশীলতাতে বাড়াতে যাতে করে কর্মসংস্থানের সৃষ্টি হয়। আজ থেকে কুইন্সল্যান্ডের বর্ডার আরো বেশি ঊন্মুক্ত করার ফলে নিউ সাউথ ওয়েলসের আরও বাসিন্দারা সেখানে ভ্রমণ করতে যেতে পারবেন। বাংলা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩২ জন মারা গেছেন।এসবিএস বাংলার শীর্ষ খবর শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Share