শীর্ষ সংবাদ
- নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালির বাস দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবার এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের জন্য ১ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রিমিয়ার ক্রিস মিনস।
- লিবারাল পার্টি বলছে, ফাইনান্স মিনিস্টার কেটি গ্যালাঘারকে নিয়ে সরকারকে প্রশ্ন করা তারা বন্ধ করবে না। তাদের অভিযোগ, ব্রিটানি হিগিন্সের ধর্ষণের অভিযোগ সম্পর্কে জানার পর, সংসদকে বিভ্রান্ত করছেন কেটি গ্যালাঘার।
- ক্লাসিফায়েড ডকুমেন্ট অব্যবস্থাপনার অভিযোগে প্রথমবার আদালতে উপস্থিত হওয়ার পর, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় তার বাড়ি থেকে সমর্থকদের উদ্দেশে বলেছেন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।




