শীর্ষ সংবাদ
- রোবোডেট নিয়ে রয়্যাল কমিশনের তদন্তের পর বর্তমান চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ক্যাথরিন ক্যাম্পবেলকে। ডিপার্টমেন্ট অব হিউম্যান সার্ভিসেস এর প্রাক্তন এই সেক্রেটারি বর্তমানে অকাস-এ সিনিয়র পজিশনে কর্মরত ছিলেন এবং তার বার্ষিক বেতন ছিল ৯ লাখ ডলার।
- অস্ট্রেলিয়ায় বেকারত্বের হার ৩.৬ শতাংশ থেকে ৩.৫ শতাংশে নেমে এসেছে। ব্যুরো অব স্টাটিস্টিক্স-এর তথ্যে দেখা যায়, আনুমানিক ৩৩ হাজার অতিরিক্ত লোক গত মাসে চাকরি পেয়েছে।
- অ্যালিস স্প্রিংস-এ অন্তত ১২ মাস অ্যালকোহলের ওপরে নিষেধাজ্ঞা বজায় থাকবে। নর্দার্ন টেরিটোরি সরকার এ বিষয়ে ক্ষতি কমেছে বলে নির্দেশ করছে।
- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, অকল্যান্ড শহরের কেন্দ্রস্থলে গোলাগুলির ঘটনার পর তাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই।
- ফিফা নারী বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে আজ থেকে। নিউজিল্যান্ড এবং নরওয়ের মধ্যে টুর্নামেন্টের প্রথম খেলার পরে, সিডনির অলিম্পিক পার্কে আজ রাতে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে রিপাবলিক অব আয়ারল্যান্ডের। অস্ট্রেলিয়ার স্ট্রাইকার স্যাম কার জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









