আজ অনুষ্ঠিত ফেডারেল নির্বাচনের প্রাক্কালে অংশগ্রহণকারী সব দল ছয় সপ্তাহ ধরে নির্বাচনী প্রচারাভিযানে ব্যস্ত ছিল। বিভিন্ন দল জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় সীমান্ত, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এবং জলবায়ু ইস্যুতে নিজ নিজ দলের অবস্থান তুলে ধরেছেন জনগনের কাছে। অস্ট্রেলিয়ার জনগন তাদের রাজনৈতিক মতামত ও সমর্থনের প্রতিফলন ঘটাতে যাচ্ছেন আজকের নির্বাচনে।
সিডনীর ম্যাকআর্থার নির্বাচণ কেন্দ্রে ভোটদানকারী নাগরিকদের মতামত জানতে সেখানে গিয়েছিলেন এসবিএস নেপালীর সাংবাদিক সুনীতা পোখারেল। তার নেওয়া সাক্ষাৎকারে অভিবাসী সম্প্রদায়ের ভোটাররা জানিয়েছেন এদেশের সাথে নিজ দেশের নির্বাচন আর রাজনীতির ফারাক কেমন, কোন দলকে আর কোন রাজনীতিকে তারা সমর্থন করেন।




