উচ্চ শিক্ষা লাভে ইচ্ছুক শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ‘অস্ট্রেলিয়ান টারশিয়ারি এডমিশন র্যাংক’ বা এটিএআর নির্ণায়ক ভূমিকা রাখে। এই মানদণ্ড অনুযায়ী একজন শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক শিক্ষার অর্জন মূল্যায়ন করা হয়। সমবয়সী সব শিক্ষার্থীর সাথে একজন শিক্ষার্থীর তুলনামূলক অবস্থান যাচাই করে সে অনুযায়ী তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া হয়।
অস্ট্রেলিয়ার শিক্ষাব্যবস্থা অনুযায়ী দ্বাদশ শিক্ষাবর্ষের পরের স্তরটি উচ্চ শিক্ষার তৃতীয় ধাপ বা টারশিয়ারি এডুকেশন হিসাবে গণ্য করা হয়। এই টারশিয়ারি এডুকেশনের জন্য কোন শিক্ষার্থীর যোগ্যতা নির্ধারণ করা হয় ‘অস্ট্রেলিয়ান টারশিয়ারি এডমিশন র্যাংক’ দিয়ে।
অস্ট্রেলিয়ার রাজ্যভিত্তিক শিক্ষাব্যবস্থা অনুযায়ী প্রতিটি রাজ্যের বিশ্ববিদ্যালয় ভর্তি কেন্দ্রগুলো (university admission centres) এটিএআর নির্ধারণ করে থাকে। এই মাপকাঠি অনুযায়ী কোন শিক্ষার্থীর দশটি বিষয়ে অর্জিত সেরা ফলাফলের ভিত্তিতে যোগ্যতার বিচার করা হয়।
ইউনিভার্সিটি এডমিশন সেন্টার বা ইউএসি এর মার্কেটিং এন্ড এনগেজমেন্ট বিভাগের ব্যবস্থাপক কিম পাইনো বলেন,
এটিএআর এর একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এটি একটি র্যাংক বা একজনের পর্যায়ক্রমিক অবস্থান, এটা কারোর স্কোর-মার্ক অর্থাৎ কার কত মাণ তা নির্দেশ করে না। এর মাধ্যমে সমবয়সী সব শিক্ষার্থীর সাথে একজনের তুলনামূলক অবস্থান নির্ণয় করা হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়ে এই র্যাংক কাজে লাগানো হয়।
এই এটিএআর বা ‘এটার’ নির্ধারণের প্রক্রিয়া একেক রাজ্যে একেক রকম। ভিক্টোরিয়া রাজ্যে ‘এটার’ এর উপযুক্ত হতে হলে শিক্ষার্থীকে অবশ্যই ‘ভিসিই’ বা ভিক্টোরিয়ান সার্টিফিকেট অফ এডুকেশন পাস করতে হবে। তাসমানিয়ায় ‘টারশিয়ারি এন্ট্রান্স’ স্কোর এর ভিত্তিতে ‘এটার’ নির্ধারণ করা হয়। নিউ সাউথ ওয়েলসে 'ইউএসি' নামক সংস্থা এইছএসসি (Higher School Certificate) পাস শিক্ষার্থীদেরকে ‘এটার’ র্যাঙ্ক দিয়ে থাকে।
মিস পাইনো জানান, প্রত্যেকটি রাজ্যের স্কুল শিক্ষাব্যবস্থা আলাদা এবং স্বতন্ত্রভাবে প্রত্যেকে ‘এটিএআর’ নির্ধারন করে থাকে, তবে বিভিন্ন রাজ্যের ভিন্ন ভিন্ন ব্যবস্থার মধ্যে সামঞ্জস্য রক্ষার নির্দিষ্ট নীতিমালা রয়েছে।
এই সামঞ্জস্য রক্ষার পদ্ধতি নিয়ে তিনি বলেন,
“ধরুন আমি যদি নিউ সাউথ ওয়েলস থেকে ৭০ এটিএআর পেয়ে মেলবোর্ন ইউনিভার্সিটিতে পড়তে চাই, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে এই ৭০ পয়েন্ট হিসাব করেই আমাকে ভর্তি নেবে। যদিও আমার পয়েন্টের হিসাব নিউ সাউথ ওয়েলসে হয়েছে, ভিক্টোরিয়ায় নয়।”
মিস পাইনো আরও বলেন, ইউনিভার্সিটি এডমিশন সেন্টারগুলো শিক্ষার্থীদের স্কুল পরীক্ষার ফলাফল বিবেচনা করে তাদের একাদশ ও দ্বাদশ শ্রেণী অধ্যয়নকালে ‘এটিএআর’ হিসাব করে থাকে।
বিশ্ববিদ্যালয় ভর্তি কেন্দ্রগুলো কিভাবে ‘এটিএআর’ হিসাব করে থাকে, তা আরও বিশদ ব্যাখ্যা করে মিস পাইনো বলেন,
“নিউ সাউথ ওয়েলসে ইংরেজীর দুইটি ইউনিট অবশ্যই গণ্য করা হয়, তবে অন্য রাজ্যের ক্ষেত্রে ইংরেজীকে বিবেচনা করায় বাধ্যবাধকতা নেই, কেবল সেরা ফলাফল করা দশটি বিষয় বিবেচনা করলেই চলে।”
উল্লেখ্য যে, ‘এটিএআর’ এর গড় মান বা মাঝামাঝি অবস্থান হচ্ছে ৭০, ৫০ নয়। ‘এটিএআর’ র্যাংক ২ হাজার পয়েন্ট স্কেলে ক্রমহ্রাসমান অবস্থান দিয়ে ধার্য করা হয় যা ৯৯ দশমিক ৯৫ থেকে শুণ্যতে নেমে আসে। যেমন কারোর র্যাংক ৮০.00 হলে, ধরে নেওয়া হয় সে দ্বাদশ শিক্ষাবর্ষের শীর্ষস্থানীয় ২০% এর একজন।
মিস লেনোয়ার জর্দান বর্তমানে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে 'মাস্টার অফ টিচিং' বিষয়ে পড়ছেন। ‘এটিএআর’ এর হিসাব বোঝা বেশ কঠিন বলে তিনি মনে করেন।
‘এটিএআর’ পাওয়ার আবেদন প্রক্রিয়া ব্যাখ্যা করে মিস পাইনো বলেন,
“দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া সোজা, কেননা আমরা শিক্ষার্থীদের যাবতীয় তথ্য স্থানীয় বোর্ড অফ স্টাডিজ থেকে পেয়ে থাকি। ফলে আগে থেকে শিক্ষার্থীদের প্রোফাইল তৈরিই থাকে। পরবর্তীতে আমরা তাদেরকে যার যার 'পিন' নাম্বার ইমেইল করে দিই। শিক্ষার্থীরা কোন বিষয়ের জন্য আবেদন করছে তার তথ্য পূরণ করে আবেদন ফি দিয়ে দিলেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায়”
স্কুল পরীক্ষায় ভাল ফল অর্জন করা আর সর্বোচ্চ স্কোর পেতে শিক্ষার্থীদের অনেক মেহনত করতে হয়, কেননা তার উপরেই তাদের ‘এটিএআর’ নির্ভর করে থাকে। এটা শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ তৈরি করে বলে মন্তব্য করেন নিকোল লেনোয়া।
তবে কাঙ্ক্ষিত বিষয়ে ভর্তির বিকল্প কিছু পন্থাও আছে বলে তিনি জানান। যেমন, কিছু বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের ফলাফলের ভিত্তিতে অধ্যয়নের বিষয় বা বিভাগ পরিবর্তন করার সুযোগ দিয়ে থাকে।
'এটিএআর' এর আবেদন প্রক্রিয়া সহ তার মাপকাঠি নিয়ে জানতে এবং আপনার নিকটস্থ বিশ্ববিদ্যালয় ভর্তি কেন্দ্রের সাথে যোগাযোগ করতে তাদের ওয়েবসাইট ভিজিট করুন:
কুইন্সল্যান্ডের জন্য, ভিজিট করুন কুইন্সল্যান্ড টারশিয়ারি এডমিশন সেন্টার
তাসমানিয়ার জন্য টারশিয়ারি এডমিশন সেন্টার ফর তাসমানিয়া
ভিক্টোরিয়ার জন্য ভিক্টোরিয়ান টারশিয়ারি এডমিশন সেন্টার
অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরির জন্য ভিজিট করুন এসিটি বোর্ড অফ সিনিয়র সেকেন্ডারি স্টাডিজ (এসিটি বিএসএসএস)
এবং নিউ সাউথ ওয়েলসের জন্য ইউনিভার্সিটি এডমিশন সেন্টার।
Follow SBS Bangla on FACEBOOK.
পুরো প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: https://www.sbs.com.au/language/bangla/program
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।