ভিক্টোরিয়ায় করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন অব্যাহত আছে, নতুন করে আক্রান্ত আরো ১৩ জন নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা এখন ১৭৯১, মারা গেছেন ১৯ জন এবং সুস্থ হয়েছেন ১৭০০ জন, মোট টেস্ট করা হয়েছে ৬,৩৫,৮৯৭ টি । রাজ্যে এখন ৯১ জন সংক্রমিত রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভিক্টোরিয়া সরকারের হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
ভিক্টোরিয়ায় ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদ মিছিলে অংশ নেয়া আরো একজনের সংক্রমণের খবর পাওয়া গেছে বৃহস্পতিবার, এ নিয়ে সেখান থেকে তিন জন সংক্রমিত হয়েছেন যদিও তারা মিছিলকালীন সময়ে আক্রান্ত ছিলেন না।
সংক্রমিত ব্যক্তির বন্ধুদের সকলে যারা এই মাসের শুরুতে ওই মিছিলে ছিলেন তাদের সবাইকে পরীক্ষা করা হবে।
রাজ্যের হেলথ মিনিস্টার জেনি মিকাকোস সাংবাদিকদের বৃহস্পতিবার বলেন, "ভিক্টোরিয়াতে যে কমিউনিটি ট্রান্সমিশন অব্যাহত আছে তা পরিষ্কার, এবং আমি ভিক্টোরিয়ানদের এটাই বলবো যে ব্যাপারটি গুরুত্বের সাথে বিবেচনা করুন।"
"অনেক ক্ষেত্রেই রোগীদের উপসর্গ ছিল খুবই মৃদু, কিন্তু তারা টেস্ট করিয়ে নিয়ে সঠিক কাজটি করেছেন এবং এভাবেই আমরা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করবো।"

Victorian Minister for Health Jenny Mikakos speaks to media during a press conference in Melbourne, Friday, June 12, 2020 Source: AAP
এদিকে রুটিন টেস্টিংয়ে একজন চাইল্ড কেয়ার কর্মী এবং একজন শিশুর সংক্রমণের পর দুটি চাইল্ড কেয়ার সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে।
লার্নিং সেন্টার প্যাকেনহামে একজন কর্মী তার সংক্রমিত সময়ে একদিন কাজ করেছিলেন, এখন পুরো সপ্তাহ সেটি বন্ধ থাকবে।
অন্য যে সেন্টারটি বন্ধ করা হয়েছে সেটি হচ্ছে প্রাহ্রান এলাকায় গার্ডিয়ান চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন, সেখানে সংক্রমিত একটি শিশু একদিন ছিল। সেন্টারটি পরিচ্ছন্ন করতে, কন্টাক্ট ট্রেসিং এবং রিস্ক এসেসমেন্ট করতে আজ বন্ধ রাখা হবে।
প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারী কর্মী কাজ করতেন নর্থল্যান্ডের এইচ এন্ড এম রিটেল সেন্টারে, সেটিও আজ বন্ধ রাখা হয়েছে।
ক্রয়ডন ফ্যামিলি প্রাকটিস থেকে আরো একজন সংক্রমিত হয়েছেন, সব মিলিয়ে সেখানে পাঁচজন সংক্রমিত হলেন।
সংক্রমণ অব্যাহত থাকলেও আগামী ২২শে জুন থেকে ভিক্টোরিয়ায় রেস্ট্রিকশন আরো শিথিল করা হবে।
রাজ্যের প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ গত সপ্তাহে এই রেস্ট্রিকশন শিথিলের ঘোষণা দেন।
ভিক্টোরিয়ায় ২২ জুন থেকে সিনেমা, থিয়েটার এবং ক্যাফে - রেস্টুরেন্টসহ ইনডোরে ৫০ জনের সমাবেশের অনুমতি দেয়া হবে। কিন্তু ৪ বর্গমিটারে একজন কাস্টমারের নিয়মটি থাকবে। তাছাড়া খাবার অর্ডার না করে পাব বা রেস্টুরেন্ট থেকে ড্রিংক কেনা যাবে।
করোনাভাইরাস টেস্টিং পুরো অস্ট্রেলিয়া জুড়ে অব্যাহত আছে, আপনার যদি ফ্লু ধরণের উপসর্গ থাকে তবে টেস্টের জন্য আপনার ডাক্তারকে ফোন দিন বা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন 1800 020 080 এই নাম্বারে ফোন দিন।
আরো পড়ুন: