ভিক্টোরিয়ায় নতুন ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত, কমিউনিটি ট্রান্সমিশন অব্যাহত

সারা অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি উন্নতি হলেও ভিক্টোরিয়ায় ভিন্ন চিত্র দেখা যাচ্ছে, সেখানে নতুন আরো ১৩ জন আক্রান্ত হয়েছে। এছাড়া ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদ মিছিলে অংশ নেয়া তৃতীয় আরো একজন কর্মীর আক্রান্তের খবর পাওয়া গেছে গত বৃহস্পতিবার। ধারণা করা হচ্ছে তারা কেউই প্রতিবাদ মিছিলে অংশ নেয়ার সময় আক্রান্ত ছিলেন না।

Wearing face masks found to be an effective way to slow the Coronavirus spread (Image representational)

Wearing face masks found to be an effective way to slow the Coronavirus spread (Image representational) Source: AAP

ভিক্টোরিয়ায় করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন অব্যাহত আছে, নতুন করে আক্রান্ত আরো ১৩ জন নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা এখন ১৭৯১, মারা গেছেন ১৯ জন এবং সুস্থ হয়েছেন ১৭০০ জন, মোট টেস্ট করা হয়েছে ৬,৩৫,৮৯৭ টি । রাজ্যে এখন ৯১ জন সংক্রমিত রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভিক্টোরিয়া সরকারের হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। 

ভিক্টোরিয়ায় ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদ মিছিলে অংশ নেয়া আরো একজনের সংক্রমণের খবর পাওয়া গেছে বৃহস্পতিবার, এ নিয়ে সেখান থেকে তিন জন সংক্রমিত হয়েছেন যদিও তারা মিছিলকালীন সময়ে আক্রান্ত ছিলেন না।

সংক্রমিত ব্যক্তির বন্ধুদের সকলে যারা এই মাসের শুরুতে ওই মিছিলে ছিলেন তাদের সবাইকে পরীক্ষা করা হবে।

রাজ্যের হেলথ মিনিস্টার জেনি মিকাকোস সাংবাদিকদের বৃহস্পতিবার বলেন, "ভিক্টোরিয়াতে যে কমিউনিটি ট্রান্সমিশন অব্যাহত আছে তা পরিষ্কার, এবং আমি ভিক্টোরিয়ানদের এটাই বলবো যে ব্যাপারটি গুরুত্বের সাথে বিবেচনা করুন।"
Victorian Minister for Health Jenny Mikakos speaks to media during a press conference in Melbourne, Friday, June 12, 2020
Victorian Minister for Health Jenny Mikakos speaks to media during a press conference in Melbourne, Friday, June 12, 2020 Source: AAP
"অনেক ক্ষেত্রেই রোগীদের উপসর্গ ছিল খুবই মৃদু, কিন্তু তারা টেস্ট করিয়ে নিয়ে সঠিক কাজটি করেছেন এবং এভাবেই আমরা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করবো।"

এদিকে রুটিন টেস্টিংয়ে একজন চাইল্ড কেয়ার কর্মী এবং একজন শিশুর সংক্রমণের পর দুটি চাইল্ড কেয়ার সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে।
লার্নিং সেন্টার প্যাকেনহামে একজন কর্মী তার সংক্রমিত সময়ে একদিন কাজ করেছিলেন, এখন পুরো সপ্তাহ সেটি বন্ধ থাকবে।

অন্য যে সেন্টারটি বন্ধ করা হয়েছে সেটি হচ্ছে প্রাহ্রান এলাকায় গার্ডিয়ান চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন, সেখানে সংক্রমিত একটি শিশু একদিন ছিল। সেন্টারটি পরিচ্ছন্ন করতে, কন্টাক্ট ট্রেসিং এবং রিস্ক এসেসমেন্ট করতে আজ বন্ধ রাখা হবে।

প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারী কর্মী কাজ করতেন নর্থল্যান্ডের এইচ এন্ড এম রিটেল সেন্টারে, সেটিও আজ বন্ধ রাখা হয়েছে।

ক্রয়ডন ফ্যামিলি প্রাকটিস থেকে আরো একজন সংক্রমিত হয়েছেন, সব মিলিয়ে সেখানে পাঁচজন সংক্রমিত হলেন।

সংক্রমণ অব্যাহত থাকলেও আগামী ২২শে জুন থেকে ভিক্টোরিয়ায় রেস্ট্রিকশন আরো শিথিল করা হবে।

রাজ্যের প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ গত সপ্তাহে এই রেস্ট্রিকশন শিথিলের ঘোষণা দেন।

ভিক্টোরিয়ায় ২২ জুন থেকে সিনেমা, থিয়েটার এবং ক্যাফে - রেস্টুরেন্টসহ ইনডোরে ৫০ জনের সমাবেশের অনুমতি দেয়া হবে। কিন্তু ৪ বর্গমিটারে একজন কাস্টমারের নিয়মটি থাকবে। তাছাড়া খাবার অর্ডার না করে পাব বা রেস্টুরেন্ট থেকে ড্রিংক কেনা যাবে।

করোনাভাইরাস টেস্টিং পুরো অস্ট্রেলিয়া জুড়ে অব্যাহত আছে, আপনার যদি ফ্লু ধরণের উপসর্গ থাকে তবে টেস্টের জন্য আপনার ডাক্তারকে ফোন দিন বা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন 1800 020 080 এই নাম্বারে ফোন দিন।

আরো পড়ুন:

Share

Published

Updated

By Shahan Alam
Presented by Shahan Alam
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
ভিক্টোরিয়ায় নতুন ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত, কমিউনিটি ট্রান্সমিশন অব্যাহত | SBS Bangla