করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে অস্ট্রেলিয়া সরকার এ বছর বেশ কিছু অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে। তাই আয়করের জন্য এ বছরটি অন্যান্য বছরগুলোর তুলনায় ভিন্ন রকম।১৩ মিলিয়নেরও বেশি অস্ট্রেলিয়ান নাগরিক ও স্থায়ী অভিবাসী এ বছর তাদের ট্যাক্স রিটার্ন জমা দিবে। সেই প্রক্রিয়ার একটি অংশ হিসেবে অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিস ট্যাক্স রিফান্ড পাওয়ার উপযুক্ত কারা তা খতিয়ে দেখবে। ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার বিভিন্ন দিক নিয়ে এস বি এস বাংলার সঙ্গে কথা বলেছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সৈয়দ আকরাম উল্লা।সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।