অস্ট্রেলিয়াসহ ১৫০টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে – এর অর্থ কী এবং এটি যুদ্ধের উপর কী প্রভাব ফেলবে?

Palestinians rally in Ramallah following recognition of Palestinian state by several Western countries

Palestinian demonstrators wave flags as they gather in the West Bank city of Ramallah to celebrate and support efforts of Western countries that are recognizing a Palestinian state, 23 September 2025. EPA/ALAA BADARNEH Source: EPA / ALAA BADARNEH/EPA

অস্ট্রেলিয়াসহ ১৫০টিরও বেশি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু গাজায় প্রায় দুই বছরের যুদ্ধ এবং ৬৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর পর, একটি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি কী সংঘাতের অবসান ঘটাতে সহায়তা করতে পারে?


গাজায় প্রায় দুই বছরের যুদ্ধ এবং ৬৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর পর, একটি ফিলিস্তিন রাষ্ট্র আসলে দেখতে কেমন হবে?

এই স্বীকৃতি কি শুধুই প্রতীকী, নাকি বাস্তব কোনো প্রভাব ফেলবে? এবং এটি কি সংঘাতের অবসান ঘটাতে সহায়তা করতে পারে?

জাতিসংঘের নিউ ইয়র্ক অধিবেশনে প্রথম ভাষণে অ্যান্থনি আলবানিজি বলেছেন, ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ফিলিস্তিনিদের জন্য “বাস্তব আশার” প্রতীক।

অস্ট্রেলিয়া যোগ দিয়েছে রাশিয়া, অধিকাংশ আরব, আফ্রিকান, লাতিন আমেরিকার দেশ, ভারত ও চীনের মতো অনেক এশীয় দেশ এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশের সাথে, যারা ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে।

যদিও তাদের অনেকেই বহু বছর আগেই স্বীকৃতি দিয়েছে, তবে ব্রিটেন, কানাডা, ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার মতো জি-৭ দেশগুলোর সাম্প্রতিক স্বীকৃতি অনেক বড় একটি ঘটনা বলে মনে করছেন ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. রোয়ান নিকলসন।

তিনি বলছেন, “এটি অস্ট্রেলিয়া এবং ওইসব দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এগুলো গুরুত্বপূর্ণ পশ্চিমা রাষ্ট্র, যারা ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ছিল। তাই ফিলিস্তিনিদের জন্যও এর তাৎপর্য রয়েছে।”

সিডনি বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের অধ্যাপক এমিলি ক্রফোর্ড বলেছেন, এই স্বীকৃতি গাজায় চলমান সংকট সম্পর্কে বৈশ্বিক মনোভাবের পরিবর্তনের ইঙ্গিত দেয়।

ড. নিকলসন বলেছেন, এই স্বীকৃতি হয়তো তাৎক্ষণিকভাবে যুদ্ধের উপর প্রভাব ফেলবে না, তবে দীর্ঘমেয়াদে তা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, এটি ইঙ্গিত দিতে পারে যে ইসরায়েলের প্রতি বৈশ্বিক সমর্থন কমছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া আসলে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার সমান এবং তিনি প্রতিক্রিয়া জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

অধ্যাপক ক্রফোর্ড বলেছেন, ইসরায়েলের বিশ্বনেতাদের এই সিদ্ধান্তে এত ক্ষুব্ধ হওয়া প্রমাণ করে যে মুহূর্তটি কতটা গুরুত্বপূর্ণ।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand