এ সপ্তাহের হাইলাইটস
- বাংলাদেশে জামায়াতের পিআরের দাবি আর জাতীয় নাগরিক পার্টির নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে হুমকি এবং বিতর্কের মধ্যে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পূর্ব-ঘোষিত কর্মসূচি অনুযায়ী নির্দিষ্ট সময়ে ভোট হবে।
- এদিকে বিএনপি -র তরফে জানানো হয়েছে, সব ধরনের আইনি জটিলতা মিটলেই দেশে ফিরবেন তারেক রহমান।
- অন্যদিকে, ভারতের তরফে জানানো হয়েছে, আমেরিকার আরোপিত শুল্ক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে কথা হয়েছে বলে ন্যাটো প্রধান মার্ক রুট যে মন্তব্য করেছেন, তা সঠিক নয়, অতিরঞ্জিত।
- আর, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতে আজ সোমবার থেকে শুরু হয়েছে দুর্গোৎসব।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।