প্রফেসর ডঃ জাহাঙ্গীর কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পাঠ শেষ করে সরকারি প্রতিষ্ঠানে কর্মজীবন শুরুর আগে থেকেই সাংবাদিক হিসেবে কাজ করেছেন।
সরকারি চাকরিতে থাকার সময়েই তিনি ভারত সরকারের বৃত্তি নিয়ে মাইসোর ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা বিষয়ে পিএইচডি ডিগ্রী লাভ করেন ১৯৯০ সালে। পিএইচডিকালীন সময়ে তার সাথে যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং সাংবাদিকতার শিক্ষক ডঃ এএএমএস আরেফিন সিদ্দিক।
এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি এবং পাকিস্তানের ভাওয়ালপুরের ইসলামিয়া ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করেন।

ডঃ জাহাঙ্গীর কবির এসবিএস বাংলার সাথে তার কর্মজীবনের পাশাপাশি সাংবাদিকতায় সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং এর থেকে উত্তরণের বিভিন্ন প্রেক্ষিত নিয়ে কথা বলেছেন।
বাংলাদেশের সাংবাদিকতার সিনিয়র শিক্ষকদের অনেকেই তার সহপাঠী কিংবা বন্ধু ছিলেন, সাক্ষাৎকারে তাদের নিয়েও স্মৃতিচারণ করেন ডঃ কবির।
তিনি বর্তমানে তার সন্তানদের সাথে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থান করছেন।
ডঃ জাহাঙ্গীর কবিরের পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করুন।
Follow SBS Bangla on FACEBOOK.
আরও দেখুনঃ









