āĻšā§‹āĻŦāĻžāĻ°ā§āĻŸā§‡āϰ āĻĻā§€āĻĒāĻžāĻŦāϞ⧀āϤ⧇ āĻŦāĻšā§āϏāĻžāĻ‚āĻ¸ā§āĻ•ā§ƒāϤāĻŋāĻ• āĻŽāĻŋāϞāύāĻŽā§‡āϞāĻž

SBSL0331.JPG

āĻšā§‹āĻŦāĻžāĻ°ā§āĻŸā§‡ āĻāĻŦāĻžāϰ⧇āϰ āĻĻā§€āĻĒāĻžāĻŦāϞ⧀ āĻ…āύ⧁āĻˇā§āĻ āĻŋāϤ āĻšāĻ“ā§ŸāĻžāϰ āĻ•āĻĨāĻž āĻ›āĻŋāϞ āĻ—āϤ ā§¨ā§Ž āĻ…āĻ•ā§āĻŸā§‹āĻŦāϰ⧇āĨ¤ āĻ•āĻŋāĻ¨ā§āϤ⧁, āĻŦ⧈āϰ⧀ āφāĻŦāĻšāĻžāĻ“ā§ŸāĻžāϰ āĻ•āĻžāϰāϪ⧇ āĻāϟāĻŋ āωāĻĻāϝāĻžāĻĒāĻŋāϤ āĻšā§Ÿ ā§Ē āύāϭ⧇āĻŽā§āĻŦāϰ ⧍ā§Ļ⧍⧍ āϤāĻžāϰāĻŋāϖ⧇āĨ¤ Source: SBS / Abhas Parajuli

āĻŸā§āϝāĻžāϏāĻŽāĻžāύāĻŋ⧟āĻžāϰ āĻšā§‹āĻŦāĻžāĻ°ā§āĻŸā§‡ āĻ—āϤ ā§Ē āύāϭ⧇āĻŽā§āĻŦāϰ, ⧍ā§Ļ⧍⧍ āĻļ⧁āĻ•ā§āϰāĻŦāĻžāϰ āĻ…āύ⧁āĻˇā§āĻ āĻŋāϤ āĻšā§Ÿā§‡ āϗ⧇āϞ āĻĻā§€āĻĒāĻžāĻŦāϞ⧀ āĻ‰ā§ŽāϏāĻŦāĨ¤ āĻ†ā§Ÿā§‹āϜāύ⧇ āĻ›āĻŋāϞ āĻĻā§€āĻĒāĻžāĻŦāϞ⧀ āĻŸā§āϝāĻžāϏāĻŽāĻžāύāĻŋ⧟āĻž āχāύāĻ•āĨ¤


শুক্রবার বিকেলে হোবার্টের ফ্রাঙ্কলিন স্কোয়ারে জড়ো হয় শত শত লোক। নাচে, গানে, বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার সঙ্গে সঙ্গে ছিল মুখরোচক নানা প্রকারের খাবারের স্টল।

বিভিন্ন সংগঠনের পাশাপাশি এতে যোগ দেন বেশ কয়েকজন রাজনৈতিক ও কমিউনিটি নেতা। ট্যাসমানিয়ার মিনিস্টার ফর হসপিটালিটি অ্যান্ড ইভেন্টস নিক স্ট্রিট এতে যোগ দেন। আরও ছিলেন সিটি অফ হোবার্টের লর্ড মেয়র অ্যানা রেইনল্ডস।

হোবার্টে এবারের দীপাবলী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ২৮ অক্টোবরে। কিন্তু, বৈরী আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয় ৪ নভেম্বর।
দীপাবলী ট্যাসমানিয়া ইনক-এর সভাপতি অজিত রামাদাস বলেন, হোবার্টে ২০১৬ সাল থেকে এই বহুসাংস্কৃতিক উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে।

তবে, কোভিড-১৯ এর জন্য ২০২০ সালে দীপাবলীর আয়োজন করা যায় নি, বলেন তিনি।

দীপাবলীর মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি গড়ে তুলতে চান অজিত রামাদাস।
SBSL0204.JPG
āĻŦāĻžāĻ‚āϞāĻžāĻĻ⧇āĻļ⧇āϰ āĻ•āĻžāϞ⧀āĻĒ⧁āϜāĻž āĻ“ āĻĻā§€āĻĒāĻžāĻŦāϞ⧀āϰ āϏāĻ™ā§āϗ⧇ āĻ…āĻ¸ā§āĻŸā§āϰ⧇āϞāĻŋ⧟āĻžāϰ āĻĻāĻŋāĻ“ā§ŸāĻžāϞ⧀āϰ āϤ⧁āϞāύāĻž āĻ•āϰ⧇ āϤāύ⧁āĻļā§āϰ⧀ āĻŽāĻŖā§āĻĄāϞ āĻŦāϞ⧇āύ, āĻ­āĻžāώāĻžāϰ āĻ“āĻĒāϰ āĻ…āύ⧇āĻ• āĻ•āĻŋāϛ⧁ āύāĻŋāĻ°ā§āĻ­āϰ āĻ•āϰ⧇āĨ¤ āĻĒāĻžāĻ°ā§āĻĨāĻ•ā§āϝ āϤ⧋ āĻ…āĻŦāĻļā§āϝāχ āφāϛ⧇, āĻāϟāĻž āϤ⧋ āĻ…āĻ¸ā§āĻŸā§āϰ⧇āϞāĻŋ⧟āĻžāĨ¤ āĻāĻ–āĻžāύ⧇ āĻŽāĻžāĻ˛ā§āϟāĻŋāĻ•āĻžāϞāϚāĻžāϰāĻžāϞ āϏ⧇āϞāĻŋāĻŦā§āϰ⧇āĻļāύ āĻšā§ŸāĨ¤ Source: SBS / Abhas Parajuli
সিটি অফ হোবার্ট-এর লর্ড মেয়র অ্যানা রেনল্ডস হোবার্টে দিওয়ালী উদযাপন সম্পর্কে বলেন, এর মাধ্যমে ভারতীয় সংস্কৃতি তুলে ধরা হয়।

হোবার্ট বাংলাদেশ কমিউনিটি ইনক-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আশফাকুর রহমান (অমি) এবারই প্রথম দীপাবলীতে এসেছেন। দীপাবলীর মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য এসেছেন, বলেন তিনি।
হোবার্টের সমস্ত দিওয়ালী অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের আন্টি ক্রিস।

বিভিন্ন ধর্ম-বিশ্বাস ও সংস্কৃতির কথা উল্লেখ করে তিনি এই বহুসাংস্কৃতিক মিলনমেলার প্রশংসা করেন।

বান্ধবীকে সহায়তা করতে দীপাবলীতে এসেছেন বাংলাদেশী মুসলমান ফৌজিয়া খন্দকার।

তিনি বলেন, আসলে এই এলাকাতেই কাজ করেন তিনি। তাই সুযোগ পেয়ে যাওয়ায় এখানে এসেছেন।
SBSL0213.JPG
āĻŸā§āϝāĻžāϏāĻŽāĻžāύāĻŋ⧟āĻžāϰ āĻšā§‹āĻŦāĻžāĻ°ā§āĻŸā§‡ āĻ—āϤ ā§Ē āύāϭ⧇āĻŽā§āĻŦāϰ, ⧍ā§Ļ⧍⧍ āĻļ⧁āĻ•ā§āϰāĻŦāĻžāϰ āĻŦāĻŋāϕ⧇āϞ⧇ āĻšā§‹āĻŦāĻžāĻ°ā§āĻŸā§‡āϰ āĻĢā§āϰāĻžāĻ™ā§āĻ•āϞāĻŋāύ āĻ¸ā§āĻ•ā§‹ā§ŸāĻžāϰ⧇ āĻœā§œā§‹ āĻšā§Ÿ āĻļāϤ āĻļāϤ āϞ⧋āĻ•āĨ¤ āύāĻžāĻšā§‡, āĻ—āĻžāύ⧇, āĻŦāĻŋāĻ­āĻŋāĻ¨ā§āύ āϏāĻžāĻ‚āĻ¸ā§āĻ•ā§ƒāϤāĻŋāĻ• āĻĒāϰāĻŋāĻŦ⧇āĻļāύāĻžāϰ āϏāĻ™ā§āϗ⧇ āϏāĻ™ā§āϗ⧇ āĻ›āĻŋāϞ āĻŽā§āĻ–āϰ⧋āϚāĻ• āύāĻžāύāĻž āĻĒā§āϰāĻ•āĻžāϰ⧇āϰ āĻ–āĻžāĻŦāĻžāϰ⧇āϰ āĻ¸ā§āϟāϞāĨ¤ Source: SBS / Abhas Parajuli
বাংলাদেশী অস্ট্রেলিয়ান তনুশ্রী মণ্ডল বলেন, সব কমিউনিটির পারফরমেন্স দেখার জন্য তিনি এসেছেন।

বাংলাদেশের কালীপুজা ও দীপাবলীর সঙ্গে অস্ট্রেলিয়ার দিওয়ালীর তুলনা করে তিনি বলেন, ভাষার ওপর অনেক কিছু নির্ভর করে।

এক্ষেত্রে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পার্থক্যের কথা উল্লেখ করে তনুশ্রী আরও বলেন, পার্থক্য তো অবশ্যই আছে, এটা তো অস্ট্রেলিয়া। এখানে মাল্টিকালচারাল সেলিব্রেশন হয়।

অনুষ্ঠানে ভরত নাট্যম পরিবেশন করেন নৃত্যশিল্পী ময়ূরা। এর মাধ্যমে তিনি দেবী দুর্গা যেভাবে মহিষাসুরকে হত্যা করেন সেটাই উপস্থাপন করেন।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: āĻāϏāĻŦāĻŋāĻāϏ āĻŦāĻžāĻ‚āϞāĻž

আমাদেরকে অনুসরণ করুন āĻĢ⧇āϏāĻŦ⧁āϕ⧇

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
āĻšā§‹āĻŦāĻžāĻ°ā§āĻŸā§‡āϰ āĻĻā§€āĻĒāĻžāĻŦāϞ⧀āϤ⧇ āĻŦāĻšā§āϏāĻžāĻ‚āĻ¸ā§āĻ•ā§ƒāϤāĻŋāĻ• āĻŽāĻŋāϞāύāĻŽā§‡āϞāĻž | SBS Bangla