9698 AUSTRALIA মূলত, বাংলাদেশের ১৯৯৬-১৯৯৮ শিক্ষাবর্ষে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করা এবং বর্তমানে অস্ট্রেলিয়াতে বসবাস করা শিক্ষার্থীদের নিয়ে একটি ব্যাচ-ভিত্তিক ফেইসবুক গ্রুপ। ২০১৬ সালে অস্ট্রেলিয়ায় বসবাসরত নিজের ব্যাচের বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা এবং বন্ধুত্বের বন্ধন দৃঢ় করার লক্ষ্যে মোহাম্মদ আরিফুল ইসলামের উদ্যোগে এই গ্রুপটি প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এই গ্রুপের সদস্য সংখ্যা ৪৭০ ছাড়িয়ে গেছে।
মারজান এলিজা ও কাজী ইসলামের উপস্থাপনা ও শাহরিয়ারের তত্ত্বাবধানে ল্যান্ড ওনার স্টেটমেন্ট ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া এ দু'দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে বিকেল ৬:৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হয়। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন গ্রুপটির প্রতিষ্ঠাতা আরিফ ইসলাম। এরপর গ্রুপটির ইতিহাসের উপর আলোকপাত করেন কাজী ইসলাম। গ্রুপে আগত সকল বন্ধুকে সুদূর বাংলাদেশ থেকে আনা উপহার প্রদানের মধ্যে দিয়ে স্বাগত জানানো হয়। উপহার প্রদানে অংশ গ্রহণ করেন গ্রুপের বন্ধু এবং মডারেটর প্যানেলের সদস্য শাহরিয়ার, তালহা, মিলি, আরিফ, তান্নু, আজিবুর, সোহেল, রেমু, আজাদ, জেরীন, ওয়াসিম-সহ আরো অনেকে।
এরপর বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনে দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন গ্রুপের বন্ধু ফারহানা রুমি ও তালহা। এছাড়া, হুমায়রা হকের একক নৃত্য ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

Source: Supplied / 9698 AUSTRALIA
এরপর উপহার প্রদান, দলীয় ছবি তোলা এবং কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় সাংস্কৃতিক সন্ধ্যার প্রথম আয়োজন।
৩৫ মিনিটের রাত্রির খাবার বিরতির পর শুরু হয় ‘৯৬৯৮ অস্ট্রেলিয়া’র আয়োজিত রজতজয়ন্তী উৎসবের মূল আকর্ষণ ব্যান্ড শো। ব্যান্ডশোতে অংশ নেন গ্রুপের বন্ধু আবু আলম ও তার দল। সাথে ছিলেন গ্রুপের বন্ধু ও গিটারিস্ট তানভীর হাওলাদার।
অনুষ্ঠানের শেষ মুহূর্তে পারফর্মার ও সহযোগীদের হাতে গ্রুপের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন আরিফ ইসলাম, আবু আলম ও আজিবুর। গ্রুপের জন্মলগ্ন থেকে আজ অবধি গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ, গ্রুপের পক্ষ থেকে সারপ্রাইজ গিফট প্রদানের মাধ্যমে এর প্রতিষ্ঠাতা আরিফ ইসলামকে সম্মানিত করা হয়। অর্গানাইজিং কমিটির সাথে পরিচয়, সকল সদস্য ও স্পন্সরদের ধন্যবাদ জ্ঞাপন, র্যাফেল ড্র এবং বন্ধুদের সবাই মিলে গান, নাচ ও আনন্দ উৎযাপনের মধ্যে দিয়ে সমাপ্তি হয় ‘৯৬৯৮ অস্ট্রেলিয়া’র সিলভার জুবলীর বর্ণাঢ্য আয়োজনের।
প্রেস বিজ্ঞপ্তি
Share





