গ্লেন ওয়েভারলি কমিউনিটি সেন্টারের মনোরম আনন্দঘন পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত এই সমাবেশে ছিল সকলের প্রাণবন্ত পদচারণা।
সিইউ এলামনাই, মেলবোর্নের আয়োজকরা জানান, সংগঠনটির গোড়া পত্তন হয়েছিল ২৪তম ব্যাচ-এর সাদিক এবং মিজানের উদ্যোগে। তাদের চিন্তা চেতনা এবং ভালবাসার মেলবন্ধন তৈরীর প্রথম যাত্রা শুরু হয় হাতে গোনা কয়েকজনকে নিয়ে, যাদের মধ্যে ছিলেন মুক্তাকিন, মাসুদ, শান্তু , মোর্শেদ কামাল , মিঠু এবং হেমায়েত।
ভোজন, বিনোদন, খেলাধূলা আর সাংস্কৃতিক কার্যক্রমসহ অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা এবং সর্বোপরি এটিকে সফল করতে আয়োজকরা বিশেষ ভূমিকা রাখেন।
ইসরাত, আরাফাতসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বে এবারের আয়োজনে শিশুদের অংশগ্রহণ, উৎসাহ ও উদ্দীপনা সকলের নজর কাড়ে। তাদেরকে নিয়ে কার্যক্রম ছিল প্রশংসনীয় ।
অনুষ্ঠানস্থলের বাইরেও উৎসাহী প্রাক্তনীরা আরেক দফা আড্ডায় মিলিত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চত্বরের স্মৃতি ফিরিয়ে আনেন।
সকলের স্বতঃস্ফূর্ত আর আন্তরিক প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠানটি শেষ হয়।
আয়োজকেরা এ ধরণের অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে আবারো সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাবে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, বিদ্যমান সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS