ইল্লাওয়রা - শোয়ালহ্যাভেন অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে যে আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণ করা শক্ত হবে এবং বাড়িঘরগুলিও আগুনের সংস্পর্শে আসলে তা রক্ষা করা যাবে না ।
ব্লু মাউন্টেন থেকে ম্যানলি পর্যন্ত সিডনির সমুদ্র সৈকত শহরতলির পশ্চিমাঞ্চলীয় পঁয়ত্রিশটি এলাকা ক্ষতিগ্রস্থ হতে পারে।
ডুংগগ , লেক ম্যাককুরি, সিঙ্গলটন এবং আপার হান্টারসহ হান্টারের বাসিন্দাদেরও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হচ্ছে।
কর্তৃপক্ষ সিডনির দক্ষিণে ইল্লাওয়রা - শোয়ালহ্যাভেন অঞ্চলের জন্য বিপদসংকেত আরো বিপর্যয়কর হিসাবে উন্নীত করেছে।
রুরাল ফায়ার সার্ভিস বাসিন্দাদের অবশ্যই তাদের বুশফায়ার সারভাইভাল প্ল্যান কি হবে তা ঠিক করতে বলছে।

স্টেপ ১ : আলোচনা করুন
আগুন লাগলে প্রথমেই আপনি কি করবেন আগে থেকেই তা চিন্তা করুন। এ সময় সিদ্ধান্ত নেয়াটা খুবই গুরুত্বপূর্ণ।
সবচেয়ে ভালো সিদ্ধান্ত আগে ভাগে সরে যাওয়া। অথবা আপনি থেকে যেতে পারেন যদি সত্যিই আপনার সেরকম কোন প্রস্তুতি থাকে।
অপ্রত্যাশিত কোন ঘটনার কথা ভাবুন, যেমন বাড়িতে কেউ একা আছে , আপনি বাড়ি না থাকলে তার কি হবে, আপনার ফোন লাইন বা ইলেকট্রিসিটি চলে গেলো তখন কি করা উচিত ইত্যাদি। আপনি যদি নিশ্চিত না হন তবে আগে ভাগে চলে যাওয়াই উত্তম।
স্টেপ ২: আপনার বাড়িটিকে রক্ষা করতে প্রস্তুতি নিন এবং নিজে তৈরী হয়ে নিন
কিছু সাধারণ বিষয় লক্ষ্য রাখলে তা বেশ কাজে দেয়, যেমন বাড়ির চারধারে গাছপালার ডালপালা , লতাগুল্ম কেটে ফেলুন; বাড়ির ছাদের গাটারে শুকনো পাতা বা আবর্জনা পরিষ্কার করে ফেলুন।
স্টেপ ৩: বুশ ফায়ার এলার্ট বা বিপদ সংকেতের লেভেলটা জেনে নিন
আপনার এলাকায় অগ্নিকাণ্ড ঘটলে NSW RFS ওয়েবসাইট, রেডিও এবং 'ফায়ার নেয়ার মি' এপ থেকে ফায়ার এলার্ট লেভেল জেনে নিন। এলার্ট লেভেল কখন কি দেয়া হচ্ছে তা নজর রাখলে আপনি সহজে বুঝতে পারবেন আপনাকে কি করতে হবে।
স্টেপ ৪: গুরুত্বপূর্ন তথ্যগুলো জেনে নিন
বুশফায়ারের সময় আপনার এলাকার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর রাখা জরুরি। NSW রুরাল ফায়ার সার্ভিস এ বিষয়ে জোর দিয়ে বলছে যে তথ্য জানার দ্রুত উৎসগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকা উত্তম।
জরুরীকালে 000 তে ফোন করুন। বুশ ফায়ার সম্পর্কে আরো তথ্য জানতে ফোন করুন: 1800 NSW RFS (1800 679 737)
বুশফায়ার সারভাইভাল প্ল্যান সম্পর্কে ১২ ভাষায় তথ্য দেয়া হয়; রুরাল ফায়ার সার্ভিসেস ফ্যাক্ট শীটের অনুবাদ করা পেইজে ভিসিট করুন।

বুশফায়ার এবং নেচারাল হ্যাজার্ডস সিআরসি চিফ এক্সেকিউটিভ ডঃ রিচার্ড থর্নটন এসবিএস নিউজকে বলেন, সবাইকে তাদের এলাকার পরিস্থিতি বিবেচনা করে সবচেয়ে খারাপ কি ঘটতে পারে এটা ভেবে সিদ্ধান্ত নিতে হবে।
তিনি বলেন, "আপনার এলাকায় যদি বুশফায়ারের হুঁশিয়ারি সংকেত দেয়া হয় তবে গুরুত্বের সাথে সিদ্ধান্ত নিন আপনি কি করবেন।"
"আপনার বাড়ির দরজায় আগুন এসে পড়েছে, তখন সিদ্ধান্ত নিচ্ছেন ব্যাপারটা এমন হওয়া উচিত না।"
অস্ট্রেলিয়ার বুশফায়ারের সবচেয়ে খারাপ নজিরটি ছিল ২০০৯ সালের ফেব্রুয়ারির, যা ব্ল্যাক স্যাটারডে নামে পরিচিত। ওই হৃদয়বিদারক ঘটনায় ১৭৩ জন মানুষ মারা গিয়েছিলেন এবং শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিলো।
আরো পড়ুন :





