ক্রীড়ামনস্কতা সবার মধ্যে শান্তি, সম্প্রীতি, ভালবাসা ও সৌহার্দ্যের ধারণা সৃষ্টি করে - এই বিশ্বাস থেকেই বাংলা স্কুল এই প্রতিযোগিতার আয়োজন করে বলে জানিয়েছেন আয়োজকরা।
সকাল দশটায় উৎসব মুখর পরিবেশে এই আয়োজনের সূচনা ঘটে। বিভিন্ন শাখায় বয়স ভিত্তিতে স্কুলের সকল ছাত্রছাত্রীরা এই আকর্ষণীয় ক্রীড়া আসরে অংশগ্রহণ করে।
১০০ মিটার স্প্রিন্ট, স্কিপিং, সিংগেল লেগ জাম্পিং, বল কিকিং, মেমোরি গেম, নলেজ টেস্ট, রোপ পুলিং সহ নানা চমকপ্রদ খেলা সবার মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

ছাত্রছাত্রীদের বাইরে শিক্ষক, কার্যকরী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা এই ক্রীড়া আসরে অংশগ্রহণ করে। কোভিড সীমাবদ্ধতার জন্য এবছর অভিভাবকেরা খেলায় অংশগ্রহণ করতে পারেননি।
ক্রীড়া সম্পাদক রাফায়েল রোজারিওর পরিকল্পনা ও পরিচালনায় আয়োজিত এই উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের ব্যবস্থাপনা পর্ষদ সদস্য নাজমুল আহসান খান ও মাতামহী অভিভাবক মহসিনা বেগম।
ক্রীড়া উৎসবে বিচারিক কার্যক্রমে শিক্ষকদেরকে সহায়তা করে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী অপলা, অরুপা, শ্রীজা, নূরীণ ও আলিশা। ক্রীড়া উৎসবের পুরো প্রক্রিয়াটি সমন্বয় এবং আপ্যায়নের দায়িত্বে ছিলেন স্কুলের শিক্ষক, কার্যকরী কমিটির সদস্যরা এবং স্বেচ্ছাসেবীরা।
আয়োজকরা আগামীতে আরো বৃহৎ পরিসরে ক্রীড়া উৎসব করার প্রত্যাশা করছেন।
নতুন প্রজন্মের সকল বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত উন্মুক্ত থাকে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে





