এসবিএস বাংলা ফেসবুক পেজে সবাইকে সাদর আমন্ত্রণ।
এখানে মন্তব্য করার আগে জেনে নিন কিছু সাধারণ নিয়ম-রীতি।
সবার প্রতি ভদ্রতা ও সৌজন্য প্রদর্শন করুন। কারও সম্পর্কে অসৌজন্যমূলক মন্তব্য করবেন না। ভাষা ও শব্দের ব্যবহারে সতর্ক হন। অযথোচিত মন্তব্য মুছে ফেলা হবে এবং ক্ষেত্রবিশেষে ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করা হবে।
Advertisement
অন্য কারও পক্ষ থেকে নয়, নিজের পক্ষ থেকে মন্তব্য করুন। ভুয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করবেন না।
কারও সম্পর্কে অসৌজন্যমূলক মন্তব্য করবেন না। ভাষা ও শব্দের ব্যবহারে সতর্ক হন। অযথোচিত মন্তব্য মুছে ফেলা হবে। Source: AAP Image/Pavlo Gonchar / SOPA Images/Sipa USA
কুৎসামূলক, বৈষম্যমূলক, উত্তেজনা ও সহিংসতা সৃষ্টিকারী এবং কপিরাইট বহির্ভূত বে-আইনী পোস্ট বা মন্তব্য করবেন না। এ ধরনের পোস্ট মুছে ফেলা হবে।
স্পর্শকাতর তথ্য এখানে প্রকাশ করবেন না। আপনি যদি কোনো সংবাদ বা তথ্য আমাদেরকে অবহিত করতে চান তাহলে ইনবক্সে মেসেজ পাঠান কিংবা আমাদেরকে ই-মেইল করুন এই ঠিকানায়: bangla.program@sbs.com.au
আমাদের ফেসবুক পেজে এসবিএস বাংলা অনুষ্ঠান কিংবা অন্যান্য সমকালীন ও সাংস্কৃতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়। অপ্রাসঙ্গিক বিষয় ও পোস্ট প্রয়োজনে মুছে ফেলা হবে।
বাণিজ্যিক প্রচারণামূলক পোস্ট/মন্তব্য করবেন না। এ ধরনের পোস্ট মুছে ফেলা হবে।
এ সম্পর্কে আরও জানতে পড়ুন:
এসবিএস বাংলা যে-কোনো নিয়ম-বহির্ভূত পোস্ট/মন্তব্য প্রত্যাখ্যান কিংবা মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে এবং এসব অ্যাকাউন্ট ব্লক কিংবা বাতিল করার অধিকার রাখে।