অস্ট্রেলিয়ায় সম্প্রতি মাইগ্রেশন অ্যামেন্ডমেন্ট (নিউ স্কিলড রিজিওনাল ভিসাস) রেগুলেশনস ২০১৯ প্রকাশিত হয়েছে।
এতে রিজিওনাল অস্ট্রেলিয়ার জন্য তিনটি নতুন ভিসা চালু করার কথা বলা হয়েছে। আর, স্টেট ও টেরিটোরির নমিনেটেড আবেদনকারীদের জন্য নতুন করে পয়েন্ট সিস্টেম প্রবর্তন করা হয়েছে।

সাবক্লাস ৪৯১ এবং বিদ্যমান জেনারেল স্কিলড মাইগ্রেশন ভিসাগুলোর জন্য আনীত এসব পরিবর্তন কাযকর করা হবে ১৬ নভেম্বর ২০১৯ থেকে।
আবেদনকারীর স্পাউস বা ডি-ফেক্টো পার্টনার যদি দক্ষ হন সেক্ষেত্রে ১০ পয়েন্ট মিলবে।
আবেদনকারীর স্পাউস বা ডি-ফেক্টো পার্টনার যদি অদক্ষ হন এবং তার যদি ইংরেজি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা না থাকে সেক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে না।
আবেদনকারীর স্পাউস বা ডি-ফেক্টো পার্টনার যদি ইংরেজি ভাষায় ‘কমপিটেন্ট’ হন তাহলে ৫ পয়েন্ট পাওয়া যাবে।
যে-সব আবেদনকারীর কোনো স্পাউস বা ডি-ফেক্টো পার্টনার নেই তারা এক্ষেত্রে ১০ পয়েন্ট পাবেন।

দেখা যাচ্ছে, সংশোধিত নিয়ম অনুসারে, যাদের কোনো স্পাউস বা ডি-ফেক্টো পার্টনার নেই কিংবা যাদের স্পাউস বা ডি-ফেক্টো পার্টনার দক্ষ এবং ইংরেজিতে ‘কমপিটেন্ট’ তারা এক্ষেত্রে বেশি পয়েন্ট পাবেন। আর যাদের স্পাউস বা ডিফেক্টো পার্টনার অদক্ষ এবং ইংরেজিদে পারদর্শী নয়, তারা এক্ষেত্রে সুবিধা পাবেন না।
প্রডাক্টিভিটি কমিশনারের সুপারিশক্রমে পয়েন্ট সিস্টেমে এসব পরিবর্তন আনা হয়েছে।
এ সম্পর্কে ইংরেজিতে আরও পড়ুন এই লিঙ্কে।
Follow SBS Bangla on FACEBOOK.
