এ ছাড়াও বাংলাদেশ দল ৩টি ব্রোঞ্জপদক ও ২টি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে। ব্রোঞ্জ পদক পেয়েছে নটর ডেম কলেজের জয়দীপ সাহা, তামজিদ মোর্শেদ রুবাব এবং তাহনিক নূর সামিন। অপর দুই সদস্য ঢাকা কলেজের রাহুল সাহা ও ফরিদপুরের পুলিশ লাইনস হাইস্কুলের সৌমিত্র দাশ অর্জন করেছে সম্মানজনক স্বীকৃতি।
দলগতভাবে ১১৪ নম্বর পেয়ে ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪১।
এ বছরের অলিম্পিয়াডে ১১৬টি দেশের ৬১৫ জন শিক্ষার্থী অংশ নেন।
অলিম্পিয়াডে অংশ নেয়া প্রতিযোগিদের সাথে আছেন দলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার এবং উপদলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।
গত ৭ জুলাই শুরু হয় ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০১৮।
বিশ্বে মেধা যাচাইয়ের সবচেয়ে বড় আয়োজন, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করে আসছে বাংলাদেশ গণিত দল।
মাত্র সাতটি দেশের অংশগ্রহণে ১৯৫৯ সালে রোমানিয়ায় শুরু হয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড।